চিত্র থেকে অর্ধেক কাটা পড়া,
একা দাঁড়িয়ে থাকা চরিত্রটি
আজকে আফসোসের হিসাব কষতে বসেছে।
আকাশের দিকে তাকিয়ে যোগ, বিয়োগ, গুন, ভাগ আরো কত কী।
শেষে মিলিয়ন বিলিয়নে গিয়ে আর হিসাব মেলাতে পারলো না। নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করে বিদায় নিতে চাইলো চিত্র থেকে।