- Don't multi-task (Be present in that moment)
- Don't pontificate
- Use open-ended question
- Go with the flow
- If you don't know, say you don't know
- Don't equate your experience with their (you experience != their experience)
- Don't repeat yourself
- Stay out of the weeds
- Listen (if your mouth is open, you aren't learning--Buddha)
- Be brief
SAGOR SARKER
মুক্ত আকাশে, মুক্ত পাখি , দেখে যেন জুড়ায় আখি
Sunday, April 11, 2021
10 ways to have a better conversation
Tuesday, March 17, 2020
প্রতিবিম্বের মুক্তি
মানিব্যাগের গোপন ভাঁজের প্রতিবিম্ব আজ হাসে, হাসতে হাসতে বলে,
"বদ্ধ পকেটের ভাঁজ থেকে মুক্তি দাওনি কখনো,
আলো বাতাসের ছোঁয়া পেতে দাওনি। আর
দাওনি বলেই আজ মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি পেতে যাচ্ছি চিরতরে।"
প্রতিবিম্বের ক্রুর হাসি, উম্মুক্ত উল্লাস একদমই হৃদয়ে আঘাত করে না।
আঘাত করেনা কারণ বদ্ধ পকেটে আটকে রেখেই দীর্ঘায়িত করেছিলাম সম্পর্কটা।
"বদ্ধ পকেটের ভাঁজ থেকে মুক্তি দাওনি কখনো,
আলো বাতাসের ছোঁয়া পেতে দাওনি। আর
দাওনি বলেই আজ মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি পেতে যাচ্ছি চিরতরে।"
প্রতিবিম্বের ক্রুর হাসি, উম্মুক্ত উল্লাস একদমই হৃদয়ে আঘাত করে না।
আঘাত করেনা কারণ বদ্ধ পকেটে আটকে রেখেই দীর্ঘায়িত করেছিলাম সম্পর্কটা।
Saturday, November 2, 2019
Loose Plug!
Did you ever try your mobile charger with loose plug!
It seems like the combination of 'connected..' and disconnected...' continue forever.
The beep of the 'connected' , 'disconnected' sometimes make you insane.
My life is somewhat kind of a loose plug with all kind of relationship.
'Connected', 'disconnected' continue and the beep is still unbearable.
Wednesday, July 10, 2019
বৃষ্টির গহীনে
তোমার শব্দে বড় একা লাগে জানো!
আমার পুরনো টিনের জং ধরা চালে,
তোমার আছড়ে পড়ার প্রতিটি শব্দ
যেন হৃদয়ে হুল ফুটিয়ে বলে,
'তুমি বড় একা, একদমই একা,
তোমার কেউ নেই, ছিলোও না কখনো।'
তোমার শব্দে মন বিমর্ষ হয় জানো!
আলোতে জলমলে হৃদয় হঠাত করে,
কালো মেঘে ছেয়ে যায়,
ভীতর থেকে বারংবার মনে হয়,
কী যেন নেই, কোথাও যেন কিছু খালি আছে।
তোমার শব্দে পুরনো স্বপ্ন জেগে ওঠে জানো!
কনিষ্ঠে কনিষ্ঠা রেখে নির্জন রাস্তায় ভিজবো বলে,
কতশত স্বপ্ন আধো পাগলের প্রলাপ বকতো,
আর রাতশেষে অধরা বাস্তবতার আলোতে,
হারিয়ে যেত অজানা কোন গহীন সমুদ্রে।
তোমার শব্দ বড় ভয়ংকর,
ঘুমহীন প্রহর তৈরিতে তোমার শব্দ
সিদ্ধহস্ত।
আমার পুরনো টিনের জং ধরা চালে,
তোমার আছড়ে পড়ার প্রতিটি শব্দ
যেন হৃদয়ে হুল ফুটিয়ে বলে,
'তুমি বড় একা, একদমই একা,
তোমার কেউ নেই, ছিলোও না কখনো।'
তোমার শব্দে মন বিমর্ষ হয় জানো!
আলোতে জলমলে হৃদয় হঠাত করে,
কালো মেঘে ছেয়ে যায়,
ভীতর থেকে বারংবার মনে হয়,
কী যেন নেই, কোথাও যেন কিছু খালি আছে।
তোমার শব্দে পুরনো স্বপ্ন জেগে ওঠে জানো!
কনিষ্ঠে কনিষ্ঠা রেখে নির্জন রাস্তায় ভিজবো বলে,
কতশত স্বপ্ন আধো পাগলের প্রলাপ বকতো,
আর রাতশেষে অধরা বাস্তবতার আলোতে,
হারিয়ে যেত অজানা কোন গহীন সমুদ্রে।
তোমার শব্দ বড় ভয়ংকর,
ঘুমহীন প্রহর তৈরিতে তোমার শব্দ
সিদ্ধহস্ত।
Sunday, June 9, 2019
Fight Against Friends
It's really hard,
to fight against friends,
It's really to hard,
to bear the consequences.
Fight against friends,
like messing with privacy,
Fight against friends,
like deal with consistency.
Friends is a vague term,
Can turn into foes,
Friends is a vague term,
make your life worst.
Monday, May 13, 2019
ব্যবধান
দূরে ঐ দূরে লক্ষ কোটি নক্ষত্র জ্বলছে,
দূর থেকে কত কাছেই না মনে হয় তাদের,
মনে হয়, একটির উপর আরেকটি লেপটে আছে।
তাই কী! দূর থেকে মনে হলেই কী লেপটে থাকা যায়?
খুব কাছের নক্ষত্র দুটির মধ্যেও শত আলোকবর্ষ ব্যবধান।
ভুল যদি হয়ে থাকে ভুল দর্শকের, নক্ষত্রের নয়।
Friday, April 26, 2019
অপদার্থ মন
বুঝিতে চাহিয়া সহস্রবার বুঝিতে নাহি পারি,
বুঝের বাপের মায়ের মাসি,
পাতিয়াছে সাথে আড়ি।
রিক্ত সিক্ত কত যে হইলাম, তবু পড়িয়াছে ঠেলা,
মনুষ্য মন বুঝিতে তবু,
ভাসাইয়া চলিয়াছি ভেলা।
দেখিতেছি কত নিকট আত্মীয়, নিকট নাহি থাকে,
সহসা স্মরিয়া, আপনি মরিয়া,
উপ্তা করে রাখে।
আজ হইতে যত দিন যাইবে, যাইবে যত ক্ষণ,
বাঁধিয়া রাখিব, মোড়াইয়া রাখিব,
অপদার্থ এ মন।
বুঝের বাপের মায়ের মাসি,
পাতিয়াছে সাথে আড়ি।
রিক্ত সিক্ত কত যে হইলাম, তবু পড়িয়াছে ঠেলা,
মনুষ্য মন বুঝিতে তবু,
ভাসাইয়া চলিয়াছি ভেলা।
দেখিতেছি কত নিকট আত্মীয়, নিকট নাহি থাকে,
সহসা স্মরিয়া, আপনি মরিয়া,
উপ্তা করে রাখে।
আজ হইতে যত দিন যাইবে, যাইবে যত ক্ষণ,
বাঁধিয়া রাখিব, মোড়াইয়া রাখিব,
অপদার্থ এ মন।
Subscribe to:
Posts (Atom)