"আমি তোমাকে ভালোবাসি" - এই সাধারণ কথাটাই এখনো তাকে বলতে পারিনি। পারিনি তাকে লেখতে। কারণ তার চোখে মুখে আমি আমার প্রতি তার ভালোবাসার কোন ছায়া দেখতে পাইনি। 'না' উত্তর যেখানে অনুমেয় সেখানে শুধু শুধু নিজেকে পরখ করে নেওয়ার কিছু নেই বলে আমার মনে হয়েছে।
কিন্তু আমি তাকে ভালোবাসি। তার আনন্দে আমি আনন্দিত হই, তার কষ্টে আমি কষ্ট পাই। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। যদিও মাঝে মাঝে আক্ষেপে নিজের মানসিক বিকার তৈরি হয় , কিন্তু আমি তাকে ভালোবাসি।
ভালোবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। আমার কাছে ভালোবাসা মানে তার ভালো চাওয়া। সে যেখানেই থাক যেন ভালো থাকে এই কামনাই ভালোবাসা। তার সুখের , দুঃখের ভাগিদার হতে পারাই ভালোবাসা। প্রকৃতপক্ষে নিজের ন্যূনতম লাভের আশায় যে ভালোবাসা সেটা ভালোবাসা নয়। নিজেকে বিলিয়ে দিয়ে তার সুখের ব্যবস্থা করতে পারাই আমার কাছে ভালোবাসা।
পরিশেষে একটা কবিতা দিয়ে শেষ করিঃ
কিন্তু আমি তাকে ভালোবাসি। তার আনন্দে আমি আনন্দিত হই, তার কষ্টে আমি কষ্ট পাই। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। যদিও মাঝে মাঝে আক্ষেপে নিজের মানসিক বিকার তৈরি হয় , কিন্তু আমি তাকে ভালোবাসি।
ভালোবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। আমার কাছে ভালোবাসা মানে তার ভালো চাওয়া। সে যেখানেই থাক যেন ভালো থাকে এই কামনাই ভালোবাসা। তার সুখের , দুঃখের ভাগিদার হতে পারাই ভালোবাসা। প্রকৃতপক্ষে নিজের ন্যূনতম লাভের আশায় যে ভালোবাসা সেটা ভালোবাসা নয়। নিজেকে বিলিয়ে দিয়ে তার সুখের ব্যবস্থা করতে পারাই আমার কাছে ভালোবাসা।
পরিশেষে একটা কবিতা দিয়ে শেষ করিঃ
ভালোবাসি , শুধু ভালোবাসি
চোখের চাহনি, মুখের হাসি
ভালোবাসি।
তোমার চলা , তোমার বলা
আমার কাছে মুক্তরাশি
ভালোবাসি।
তোমার কষ্ট, তোমার সুখ
রাঙিয়ে তোলে আমার মুখ,
জীবন দিবো বিলিয়ে ,
ফোটাতে তোমার মুখের হাসি
ভালোবাসি।
ভালোবাসি , শুধু ভালোবাসি।
No comments:
Post a Comment