জীবনিশক্তি পরিধান বস্ত্রে অপচয় করিতে করিতে ভোলা ভাবিলো উহার সদ্ব্যবহার করিতে হইবে। তদুপলক্ষে ঘনিষ্ঠ হৃষ্ট সুঠাম দেহবিশিষ্ট বন্ধুবরকে লইয়া উপস্থিত হইয়াছিলো সখির সম্মুখে। এতদ্বারা পরিলক্ষিত করিয়া পরিশেষে বন্ধুবরের মুঠোযন্ত্রে সখির প্রেমবার্তা পড়িয়া বুঝিয়া লইলো অপচয় করিবার তরেই জীবনিশক্তি সঞ্চিত হইতেছে। সখি তাহার বন্ধুবরকেই অধিক পছন্দ করিয়াছে, তাহাকে নহে।
No comments:
Post a Comment