রুগ্ন, ভগ্ন, নগ্ন সমাজে সুন্দর সে তো বেমানান
আবর্জনা ভর্তি সে যে, পুষ্প সেথায় ক্ষীয়মাণ।
নরক পিণ্ড, নোংরা কর্ম বৈধ হেথা সর্বদা,
এক চুম্বনে জাগলো যে তার আদিপুরুষের যৌনতা।
যত্রতত্র পেশাব করা নয়তো হেথা নোংরামো,
ঘুষ, দুর্নীতি, চোরাকারবারি যা আমাদের নিত্যকর্ম।
কতশত সব অন্যায় অবিচার, নেইতো কারো প্রতিবাদ,
প্রতিবাদের ঝড় উঠে যায় যদি হয় চুম্বনের আবির্ভাব।
পাগল-ছাগল লেখতে থাকে শত শত স্টাটেস,
এক চুম্বনেই কেঁপে উঠে মাতৃভূমি বাংলাদেশ।