আমার মতে বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম বিষয়। এই বিশ্বাস আবার ধর্মীয় কিংবা অন্য কোন কিছুতে বিশ্বাস নয়। এই বিশ্বাস হলো মানুষের প্রতি বিশ্বাস। যদিও মর্যাদার দিক দিয়ে মানুষ তেমন বিশ্বস্থ প্রাণী নয় কিন্তু যে মানুষটি অন্য আরেকটি মানুষকে বিশ্বাস করে, তার প্রতি নির্ভর করে সেই মানুষটি থাকে একেবারে শুদ্ধ, সরল।
মস্তিষ্কের পরম প্রশান্তি অনুভূত হয়, যে আমি যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না।
কিন্তু একি! যুগে যুগে মানুষ নামক এই নিকৃষ্ট প্রাণীটি বিশ্বাস ভঙ্গ করেছে। পরম বন্ধুকেও নিজের সামান্য স্বার্থের কারণে ছুড়ে ফেলে দিয়েছে গর্তে। ইতিহাসে তার ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে।
বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়েছিলো মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। জুলিয়াস সিজারের পতন হয়েছিলো ব্রুটাসের বিশ্বাসঘাতকতার কারণে।
বিশ্বাস ভঙ্গের যে আঘাত সেই বিশ্বাসকারী সরল(বিশ্বাস) মানুষ পায় তার সঙ্গে তুলনা করার মত বিষয় এই পৃথিবীতে নেই। শুধু বলা চলে বিশ্বাস নষ্ট হলে পৃথিবীর প্রতি তার একটা নোংরা মনোভাব তৈরি হয়। মানুষ নামক প্রাণীটির প্রতি তার শ্লেষ, আক্ষেপ জমতে থাকে।সমাজের সাধারণ নিয়মে এসব নিয়ে হয়তো বেঁচে থাকে শেষে কিন্তু বিশ্বাস নামক শব্দটা তার অবিধান থেকে হারিয়ে যায়।