Wednesday, February 7, 2018

Innocent(সরল গ্যাদা)

অধিকাংশ মানুষ সরল মানুষকে তাদের প্রধান লক্ষ্য করে ঠকানোর জন্য। তাদের ধারণা সরল মানুষ মানে বোকা। যদিও সরল মানুষের অনেক আচরণ বোকার মতই মনে হয়। তারা তাদের বন্ধু, বান্ধব এমনকি অপরিচিত মানুষের খুব সাধারণ অভিনয়ও বুঝতে পারে না। উঠে পরে লাগে তাদের সাহায্য করার জন্য। কিন্তু দুই একজন সরল বোকার জন্য তো আর পুরা সরল গোষ্ঠী বোকা হতে পারে না। হয়তো তারা তাদের আচরণগত দিক দিয়ে কাউকে আঘাত করতে চায় না, হয়ত তারা চায়না কেউ কষ্ট পাক, হয়তো তারা চায় না তাদের না উত্তর শুনে কেউ যেন মন খারাপ না করে।



তাদের এই অল্পতে গলে যাওয়া চেহারা দেখে অনেকেই ভেবে বসে , বাহ! একে ঠকানো তো সেকেন্ডের ব্যাপার।
অনেক সরল ব্যক্তি ঠকে ঠকে শেখে। যদিও তাদের সরলতার মধ্যে এতটুকু চিড় ধরে না, তবে ভবিষ্যতে এমন কপট ব্যক্তিকে বিশ্বাস করতে তাদের বাঁধে। এটাকে বলা চলে ছোট ব্যপারে তারা ঠকলেও বড় বড় ব্যাপারে সরলরাই জিতে যায়।

আমার ছোট ভাতিজা আমাকে বলে , "কাকু তুমি অনেক মেধাবী কিন্তু তুমি বোকা"
কারণ জিজ্ঞেস করলে ভাতিজা উত্তর দিতে পারে না। আলাভোলা চেহারা আর আচরণ গত কারণে ছোট বাচ্চারাও সরলদের বোকা ভেবে বসে থাকে সেখানে কপটদের তো কাচাছোলা।
সেদিন ভাতিজাকে উত্তর দিয়েছিলাম ,"বাবা আমি বোকা নই , আমি সরল।"
বোকা বুঝলেও ভাতিজা সরল বোঝে কিনা তা জানিনা। তবে আমার সরল আচরণ আমাকে শান্তি দেয়। আমি বারবার আমাকে বোঝাই আমি তো ওদের মত না। আমি তো আমিই। সে বোকা কিংবা সরল , আমি তো আমিই।

No comments:

Post a Comment

Recent Post