Sunday, September 2, 2018

Delusions of Grandeur

Downloaded From wikimedia commons


'Delusions of Grandeur'-বাংলা করলে দাঁড়ায়ঃ 'যা নয় নিজেকে তাই ভাবা'। এক প্রকার রোগ আরকি। এই রোগে ভুগতে মজা আছে, কিন্তু সমস্যা হলো রোগে ভুগতে ভুগতে নিজের যতটুকু আছে সেটুকু হারিয়ে ফেলা।
যেমনঃ বিড়াল নিজেকে বাঘ মনে করে আত্মতৃপ্তি পেতে পারে কিন্তু সার্বক্ষনিক বাঘ ভাবতে ভাবতে এক সময় তার বিড়াল পরিচয়টুকু বিলুপ্ত হতে পারে। আবার সে বাঘও নয়। তাহলে মাঝামাঝি একটা জায়গায় গিয়ে যখন সম্বিত ফিরে পায় তখন না সে বাঘ না সে বিড়াল। হতাশায় বিপর্যস্থ হওয়া ছাড়া উপায় থাকে না।

No comments:

Post a Comment

Recent Post