Friday, November 16, 2018

ভিক্টিম ব্লেমিং

আক্রান্তকে প্রথমে সন্দেহ ও পরে দোষারোপ করা বাঙালির শ্রেষ্ঠ অভ্যাস।
একজন আক্রান্ত ব্যক্তি যতটা অসহায় অবস্থায় থাকে আক্রান্ত অবস্থার পর তার চেয়ে বেশি অসহায় হয় যখন আশেপাশের মানুষ তাকে সহানুভূতির পরিবর্তে সন্দেহ ও দোষারোপ করা শুরু করে।
কিছু বর্বর মানুষ এই 'ভিক্টিম ব্লেমিং' করবে সেটা হতেই পারে কিন্তু শিক্ষিত, অনেক উচু দরের মানুষ, যিনি সবসময় সমাজ, সংস্কৃতি নিয়ে কথা বলেন, প্রগতির কথা বলেন তিনি যখন এই ভিক্টিম ব্লেমিং করেন তখন প্রচণ্ড অসহায় লাগে। বার বার মনে প্রশ্ন ওঠে আমরা কী এতই বোকা। মানুষ চিনতে আমরা এত ভুল করি কেন!
একজন শারীরিক লাঞ্চনার শিকার নারীকে উদ্দেশ্য করে একজন বিজ্ঞ, শ্রদ্ধেয় ব্যক্তি লিখেছেন "আপনি নিশ্চিত কিছুটা হলেও তার সংগ এনজয় করেছেন...'সব জেনেও গিয়েছেন...."
কীভাবে সম্ভব!!!!
ভেবেছি এখনো কিছু ভালো মানুষ, ভালো শিক্ষক আছেন। যারা প্রতি নিয়ত প্রচলিত ধারার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।
কিন্তু এখন বুঝতে পারছি নিশাচর প্রাণী আলোতে আসল চেহারা লুকিয়ে রাখে আর অন্ধকার হলেই তা দেখাতে কার্পণ্য করে না।

Recent Post