দূরে ঐ দূরে লক্ষ কোটি নক্ষত্র জ্বলছে,
দূর থেকে কত কাছেই না মনে হয় তাদের,
মনে হয়, একটির উপর আরেকটি লেপটে আছে।
তাই কী! দূর থেকে মনে হলেই কী লেপটে থাকা যায়?
খুব কাছের নক্ষত্র দুটির মধ্যেও শত আলোকবর্ষ ব্যবধান।
ভুল যদি হয়ে থাকে ভুল দর্শকের, নক্ষত্রের নয়।