Wednesday, July 10, 2019

বৃষ্টির গহীনে

তোমার শব্দে বড় একা লাগে জানো!
আমার পুরনো টিনের জং ধরা চালে,
তোমার আছড়ে পড়ার প্রতিটি শব্দ
যেন হৃদয়ে হুল ফুটিয়ে বলে,
'তুমি বড় একা, একদমই একা,
তোমার কেউ নেই, ছিলোও না কখনো।'

তোমার শব্দে মন বিমর্ষ হয় জানো!
আলোতে জলমলে হৃদয় হঠাত করে,
কালো মেঘে ছেয়ে যায়,
ভীতর থেকে বারংবার মনে হয়,
কী যেন নেই, কোথাও যেন কিছু খালি আছে।

তোমার শব্দে পুরনো স্বপ্ন জেগে ওঠে জানো!
কনিষ্ঠে কনিষ্ঠা রেখে নির্জন রাস্তায় ভিজবো বলে,
কতশত স্বপ্ন আধো পাগলের প্রলাপ বকতো,
আর রাতশেষে অধরা বাস্তবতার আলোতে,
হারিয়ে যেত অজানা কোন গহীন সমুদ্রে।

তোমার শব্দ বড় ভয়ংকর,
ঘুমহীন প্রহর তৈরিতে তোমার শব্দ
সিদ্ধহস্ত। 

Recent Post