Tuesday, March 17, 2020

প্রতিবিম্বের মুক্তি

মানিব্যাগের গোপন ভাঁজের প্রতিবিম্ব আজ হাসে, হাসতে হাসতে বলে,
"বদ্ধ পকেটের ভাঁজ থেকে মুক্তি দাওনি কখনো,
আলো বাতাসের ছোঁয়া পেতে দাওনি। আর
দাওনি বলেই আজ মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি পেতে যাচ্ছি চিরতরে।"
প্রতিবিম্বের ক্রুর হাসি, উম্মুক্ত উল্লাস একদমই হৃদয়ে আঘাত করে না।
আঘাত করেনা কারণ বদ্ধ পকেটে আটকে রেখেই দীর্ঘায়িত করেছিলাম সম্পর্কটা।

No comments:

Post a Comment

Recent Post