Zootopia(image from Wikipedia) |
শুরুতেই বলে নেই জুটোপিয়া হলো থ্রিডি কম্পিউটেড অ্যানিমেটেড সিনেমা।মানে হলো এটি কোন জীবন্ত মানুষ দিয়ে অভিনয় করানো হয়নি, বরং পুরো সিনেমাটিই হাতের কারসাজি। যাবতীয় চরিত্র, পরিবেশ, আলো ইত্যাদি সব কম্পিউটার গ্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ফল। সিনেমাটি তৈরি করেছে অ্যানিমেশন জগতের জায়ান্ট প্রতিষ্টান Walt Disney Pictures ।