Monday, January 23, 2017

মুভি রিভিউঃ জুটোপিয়া(Zootopia(2016))

Zootopia(image from Wikipedia)

জুটোপিয়া(Zootopia) আমার দেখা অ্যানিমেশন মুভি গুলোর মধ্যে সেরা মুভি। শুরুতেই সেরা উপাধি দিয়ে আমি মোটেও ভুল করিনি। একটি মুভি বা সিনেমা সেরা হতে গেলে(আমার মত সাধারণ দর্শকের চোখে) যে সব গুণাবলি  থাকা দরকার তার সব গুলোই এই সিনেমাতে আছে।
শুরুতেই বলে নেই জুটোপিয়া হলো থ্রিডি কম্পিউটেড অ্যানিমেটেড সিনেমা।মানে হলো এটি কোন জীবন্ত মানুষ দিয়ে অভিনয় করানো হয়নি, বরং পুরো সিনেমাটিই হাতের কারসাজি। যাবতীয় চরিত্র, পরিবেশ, আলো ইত্যাদি সব কম্পিউটার গ্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ফল। সিনেমাটি তৈরি করেছে অ্যানিমেশন জগতের জায়ান্ট প্রতিষ্টান Walt Disney Pictures ।

Tuesday, January 3, 2017

অ্যান্ড্রয়েড এর জন্য একটি সিম্পল ব্রাউজার তৈরি করা


অ্যান্ড্রয়েড এর ওয়েব ভিউ ফিচারের একটি সহজ টিউটরিয়াল হলো কিভাবে একটি সিম্পল ওয়েব ব্রাউজার তৈরি করবেন।
সেটি করার জন্য প্রথমেই আপনাকে একটি নতুন প্রজেক্ট নিতে হবে।
ধরি , আমাদের সেই প্রজেক্টটির নাম Simple Browser

Recent Post