Zootopia(image from Wikipedia) |
শুরুতেই বলে নেই জুটোপিয়া হলো থ্রিডি কম্পিউটেড অ্যানিমেটেড সিনেমা।মানে হলো এটি কোন জীবন্ত মানুষ দিয়ে অভিনয় করানো হয়নি, বরং পুরো সিনেমাটিই হাতের কারসাজি। যাবতীয় চরিত্র, পরিবেশ, আলো ইত্যাদি সব কম্পিউটার গ্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ফল। সিনেমাটি তৈরি করেছে অ্যানিমেশন জগতের জায়ান্ট প্রতিষ্টান Walt Disney Pictures ।
কাহিনীঃ সিনেমাটির গল্প শুরু হয়েছে একটি খরগোশকে ঘিরে যার নাম জুডি হপ্স। জুডি এমন এক জায়গায় বাস করতো যেখানে সকল স্তন্যপায়ীরা মিলেমিশে বাস করে। ছোট বেলা থেকে জুডির স্বপ্ন সে পুলিশ অফিসার হবে এবং জুটোপিয়া শহরে যাবে যেখানে যে যা খুশি হতে পারে।এজন্য সে কঠোর পরিশ্রম করে এবং পুলিশ একাডেমীতে প্রথম হয়ে জুটোপিয়াতে নিয়োগ পায়। জুটোপিয়াতে গিয়ে সে পড়ে মহা ঝামেলায়। সেখানে গিয়ে সে তার অজান্তেই ব্যবহৃত হয় জুটোপিয়ার সহকারী মেয়র কর্তৃক যিনি মাস্টার প্লান করে ক্ষমতায় যাওয়ার জন্য।
শেষে জুডি মাস্টার প্লান বুঝতে পারে এবং ভিলেন সহকারী মেয়রকে পরাস্ত করে। সারসংক্ষেপে এইটুকুই।
সেরা হওয়ার কারণঃ সেরা হওয়ার কারণগুলি কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলি।
- চরিত্র নকশাঃ জুটোপিয়ার প্রতিটি চরিত্র, প্রতিটি প্রাণীর আকার, আকৃতি অসাধারণ ডিজাইনারের তৈরি আর সেগুলো থ্রিডিতে রূপান্তরও অসাধারণ থ্রিডি আর্টিস্টের কাজ নিঃসন্দেহ।
- পরিবেশঃ বানিব্রো(জুডির গ্রাম) , জুটোপিয়া শহর অসাধারণ রিয়ালিস্টিক ভাবে উপস্থাপিত হয়েছে।
- লাইটিংঃ লাইটিং একটি অবাস্তব জগতকে বাস্তবে রূপান্তর করতে পারে। প্রতিটি অ্যানিমেশন মুভি অসাধারণ লাইটিং ইঞ্জিনিয়ারিং ফল।
- অ্যানিমেশনঃ প্রতিটি চরিত্রের রিয়ালিস্টিক চলাফেরা বুঝতেই দেয়না যে এগুলো অ্যানিমেশন।
একই সিনেমায় এভাবে ডিজিটাল গ্রাফিক, রাজনীতি, হাস্যরসাত্মক ফুটিয়ে তুলতে খুব কম সিনেমাই পেরেছে।
সিনেমাটা সম্পর্কে বলতে গেলে পুরো শখানেক পাতা লাগবে। তাই রিভিউ এ আর বেশি কিছু না লিখে সিনেমাটা দেখতে অনুরোধ করবো।
No comments:
Post a Comment