Tuesday, January 3, 2017

অ্যান্ড্রয়েড এর জন্য একটি সিম্পল ব্রাউজার তৈরি করা


অ্যান্ড্রয়েড এর ওয়েব ভিউ ফিচারের একটি সহজ টিউটরিয়াল হলো কিভাবে একটি সিম্পল ওয়েব ব্রাউজার তৈরি করবেন।
সেটি করার জন্য প্রথমেই আপনাকে একটি নতুন প্রজেক্ট নিতে হবে।
ধরি , আমাদের সেই প্রজেক্টটির নাম Simple Browser

প্রথমেই Elcipse এ নিচের নিয়মটি অনুসরণ করে একটি নতুন প্রজেক্ট তৈরি করুন।

New Project>>Android Application Project
এটি করার পর নিচের ইমেজের মত নতুন একটি উইন্ডো ওপেন হবে।
Application Name: Simple Browser লিখে Next বাটনে ক্লিক করুন। এবং শেষে Finish বাটনে ক্লিক করুন।


লক্ষ্য করুন আপনার res ফোল্ডারের অন্তর্গত layout ফোল্ডারে activity_main.xml নামে একটি ফাইল আছে।
ফাইলটি খুলুন(ডাবল ক্লিক করে) এবং নিচের কোডটি পেস্ট করুন।

activity_main.xml
এবার src ফোল্ডারের অন্তর্গত MainActivity.java ফাইলটি ওপেন করুন এবং নিচের কোডটি পেস্ট করুন। MainActivity.java
এবার AndroidManifest.xml ফাইলে গিয়ে <uses-sdk ঠিক উপরে <uses-permission android:name="android.permission.INTERNET"></uses-permission> কোডটি যোগ করুন।

ফলে AndroidManifest.xml পুরো কোডটি নিচের কোডের মত দেখাবে।

AndroidManifest.xml

এখন Run অপশনে গিয়ে আপনার অ্যাপটি রান করান। ফলে নিচের ইমেজের মত আপনার ইমুলেটরে কিংবা ডিভাইসে রান হবে একটি সিম্পল ওয়েব ব্রাউজার।


Referecne URL: http://www.android-examples.com/create-android-web-browser-application-project-download/

No comments:

Post a Comment

Recent Post

  • 10 ways to have a better conversation
    Don't multi-task (Be present in that moment) Don't pontificateUse open-ended questionGo with...
  • প্রতিবিম্বের মুক্তি
    মানিব্যাগের গোপন ভাঁজের প্রতিবিম্ব আজ হাসে, হাসতে হাসতে বলে, "বদ্ধ পকেটের ভাঁজ থেকে মুক্তি দাওনি...
  • Loose Plug!
    Did you ever try your mobile charger with loose plug! It seems like the combination of...