সেটি করার জন্য প্রথমেই আপনাকে একটি নতুন প্রজেক্ট নিতে হবে।
ধরি , আমাদের সেই প্রজেক্টটির নাম Simple Browser
প্রথমেই Elcipse এ নিচের নিয়মটি অনুসরণ করে একটি নতুন প্রজেক্ট তৈরি করুন।
New Project>>Android Application Project
এটি করার পর নিচের ইমেজের মত নতুন একটি উইন্ডো ওপেন হবে।
Application Name: Simple Browser লিখে Next বাটনে ক্লিক করুন। এবং শেষে Finish বাটনে ক্লিক করুন।
লক্ষ্য করুন আপনার res ফোল্ডারের অন্তর্গত layout ফোল্ডারে activity_main.xml নামে একটি ফাইল আছে।
ফাইলটি খুলুন(ডাবল ক্লিক করে) এবং নিচের কোডটি পেস্ট করুন।
activity_main.xml
এবার src ফোল্ডারের অন্তর্গত MainActivity.java ফাইলটি ওপেন করুন এবং নিচের কোডটি পেস্ট করুন। MainActivity.java
এবার AndroidManifest.xml ফাইলে গিয়ে <uses-sdk ঠিক উপরে <uses-permission android:name="android.permission.INTERNET"></uses-permission> কোডটি যোগ করুন।
ফলে AndroidManifest.xml পুরো কোডটি নিচের কোডের মত দেখাবে।
AndroidManifest.xml
এখন Run অপশনে গিয়ে আপনার অ্যাপটি রান করান। ফলে নিচের ইমেজের মত আপনার ইমুলেটরে কিংবা ডিভাইসে রান হবে একটি সিম্পল ওয়েব ব্রাউজার।
Referecne URL: http://www.android-examples.com/create-android-web-browser-application-project-download/
No comments:
Post a Comment