বলা হয়ে থাকে মানুষ প্রজাতির পৃথিবীতে রাজ করার পিছনে যে প্রভাবক প্রধান কাজ করে তা হলো চিন্তা শক্তি। চিন্তা শক্তির মাধ্যমে মানুষ যা করতে পারে তা অন্য কোন প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। চিন্তা শক্তির একটি ধারা হলো কলা(আর্ট)। মানুষ তার চিন্তা শক্তির মাধ্যমে এমন সব কল্পনাকে বাস্তব রুপ দিতে পারে যা আসলে বাস্তব জগতেই নেই। মানুষ মাটি নিয়ে সেটাকে তার চিন্তাশক্তি দিয়ে বানিয়ে ফেলতে পারে অবাস্তব কোন মূর্তি। কিংবা রং তুলি নিয়ে আঁকতে পারে অজানা/অদেখা কোন শহর,প্রাণী কিংবা পরিবেশের ছবি।