বলা হয়ে থাকে মানুষ প্রজাতির পৃথিবীতে রাজ করার পিছনে যে প্রভাবক প্রধান কাজ করে তা হলো চিন্তা শক্তি। চিন্তা শক্তির মাধ্যমে মানুষ যা করতে পারে তা অন্য কোন প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। চিন্তা শক্তির একটি ধারা হলো কলা(আর্ট)। মানুষ তার চিন্তা শক্তির মাধ্যমে এমন সব কল্পনাকে বাস্তব রুপ দিতে পারে যা আসলে বাস্তব জগতেই নেই। মানুষ মাটি নিয়ে সেটাকে তার চিন্তাশক্তি দিয়ে বানিয়ে ফেলতে পারে অবাস্তব কোন মূর্তি। কিংবা রং তুলি নিয়ে আঁকতে পারে অজানা/অদেখা কোন শহর,প্রাণী কিংবা পরিবেশের ছবি।
আধুনিক সব যন্ত্রপাতির আবির্ভাবে মানুষের চিন্তাভাবনাও হয়ে গেছে যন্ত্রপাতি নির্ভর। ফলে মানুষ তার অভ্যান্তরিন চিন্তা শক্তির অফুরন্ত বিকাশ ঘটাতে পারছে এই সব যন্ত্রপাতির মাধ্যমে।
যেমন কম্পিউটার আর্টিস্টের হাতে তুলে দিয়েছে অস্বাভাবিক ক্ষমতাশালী কিছু টুল বা সফটওয়্যার যা দিয়ে শিল্পী তার চিন্তা শক্তিকে দিতে পারবে আলাদা এক রুপ। ত্রিমাত্রিক সফটওয়ারে তারই একটি নিদর্শন।
ত্রিমাত্রিক সফটওয়ার কীঃ
ত্রিমাত্রিক সফটওয়্যার বা ত্রিডি সফটওয়্যার এক ধরণের সফটওয়্যার যা দিয়ে আর্টিস্টরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি ব্যবহার করে ত্রিডি মডেল বা ত্রিমাত্রিক বস্তু তৈরি করতে পারবে, সেগুলোকে রং চং মাখিয়ে দিতে পারবে এবং শেষে সেগুলো থেকে ইমেজ বা ভিডিও আকারে আউটপুট নিয়ে আসতে পারবে।
সফটওয়্যার বাজারে অনেক ধরণের ত্রিডি সফটওয়্যার আছে। কিন্তু সবার জন্য উম্মুক্ত ওপেন সোর্স ত্রিডি সফটওয়্যার একটাই আছে আর তা হলো ব্লেন্ডার । ব্লেন্ডারে আপনি যে কোন ত্রিডি মডেল ডিজাইন করতে পারবেন, সেগুল রেন্ডার করে ইমেজ কিংবা ভিডিও আকারে আউটপুট নিয়ে আসতে পারবেন। ওপেন সোর্স কিংবা উম্মুক্ত সফটওয়্যার বাজারে ব্লেন্ডার একটি শক্তিশালী টুল।
“ব্লেন্ডার কীভাবে ইন্সটল দিবেন কিংবা কীভাবে ডিজাইন করবেন ত্রিডি মডেল তা আজকের আলোচনার বিষয় নয়, তবে এর পরের বিষয়ে কীভাবে ব্লেন্ডার ইন্সটল করবেন, কীভাবে ডিজাইন করবেন আপনার প্রথম মডেল তা নিয়ে আলোচনা করা হবে।”
যেমন কম্পিউটার আর্টিস্টের হাতে তুলে দিয়েছে অস্বাভাবিক ক্ষমতাশালী কিছু টুল বা সফটওয়্যার যা দিয়ে শিল্পী তার চিন্তা শক্তিকে দিতে পারবে আলাদা এক রুপ। ত্রিমাত্রিক সফটওয়ারে তারই একটি নিদর্শন।
ত্রিমাত্রিক সফটওয়ার কীঃ
ত্রিমাত্রিক সফটওয়্যার বা ত্রিডি সফটওয়্যার এক ধরণের সফটওয়্যার যা দিয়ে আর্টিস্টরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি ব্যবহার করে ত্রিডি মডেল বা ত্রিমাত্রিক বস্তু তৈরি করতে পারবে, সেগুলোকে রং চং মাখিয়ে দিতে পারবে এবং শেষে সেগুলো থেকে ইমেজ বা ভিডিও আকারে আউটপুট নিয়ে আসতে পারবে।
সফটওয়্যার বাজারে অনেক ধরণের ত্রিডি সফটওয়্যার আছে। কিন্তু সবার জন্য উম্মুক্ত ওপেন সোর্স ত্রিডি সফটওয়্যার একটাই আছে আর তা হলো ব্লেন্ডার । ব্লেন্ডারে আপনি যে কোন ত্রিডি মডেল ডিজাইন করতে পারবেন, সেগুল রেন্ডার করে ইমেজ কিংবা ভিডিও আকারে আউটপুট নিয়ে আসতে পারবেন। ওপেন সোর্স কিংবা উম্মুক্ত সফটওয়্যার বাজারে ব্লেন্ডার একটি শক্তিশালী টুল।
“ব্লেন্ডার কীভাবে ইন্সটল দিবেন কিংবা কীভাবে ডিজাইন করবেন ত্রিডি মডেল তা আজকের আলোচনার বিষয় নয়, তবে এর পরের বিষয়ে কীভাবে ব্লেন্ডার ইন্সটল করবেন, কীভাবে ডিজাইন করবেন আপনার প্রথম মডেল তা নিয়ে আলোচনা করা হবে।”
চিন্তাশক্তির স্বাধীনতাঃমনে করুন চিন্তা করলেন একটা বাড়ির কথা। যে বাড়ি সাধারণ যে বাড়ি আপনি দেখেন তেমন নয়।যে বাড়ির হাত আছে পা আছে। ঠিক যেন মানুষের মত। ব্যাস। যেমন চিন্তা তেমন কাজ। ব্লেন্ডার খুলুন , সেখানে একটা খুবেই সাধারণ কিউব দেখতে পাবেন। সেটাকেই ইডিট করে বানিয়ে ফেলুন আপনার চিন্তার সেই বাড়ি। তারপর একটু রংচং মাখিয়ে রেন্ডার করে নিয়ে আসুন ইমেজ ফর্মেটে।
Click to see full size |
Click to see full size |
Click to see full size |
কিংবা চিন্তা করুন দুইটা এলিয়েনের বাচ্চা সুপারি পাতা নিয়ে খেলছে আমাদের ছোটবেলার খেলা।
Click to see full size |
কিংবা মেঝেতে মাথা এলিয়ে দিয়ে চিন্তা করছে এক শামুক।
Click to see full size |
কিংবা সেলফি তুলছে দুই হাত ওয়ালা কোন গাছের বাচ্চা।
Design Engine: Blender Cycles(2.79a) |
আবার তুলে ধরতে পারেন সমাজের নানা অসঙ্গতি কিংবা যোগ দিতে পারেন চলমান আন্দোলনে।
নিরাপদ সড়ক চাই |
ত্রিমাত্রিক জগতে আপনার চিন্তাশক্তি খুঁজে পাবে অফুরন্ত স্বাধীনতা আর আপনি পাবেন পরমানন্দ।
No comments:
Post a Comment