Friday, March 30, 2018

শত বছরের সুখ

ছোট্ট সে যে ছবির মতন
সবুজ শস্যের মেলা,
পথগুলো তার নরম যেন 
হাটি সারাবেলা।
চারদিকে তার মাঠ আর মাঠ
মধ্যখানে গ্রাম,
সুশ্রী , সুন্দর গ্রামখানা মোর 
পশ্চিম গিলাবাড়ি নাম।
শান্ত স্বভাব, শব্দ শুধু
পাখির কলতান,
হঠাত কী যে হলো
পড়লো সুতোয় টান।
একের পর এক বিশ্রী কর্মে
ঢাকলো তার মুখ,
গ্রামখানা মোর হারিয়ে ফেললো
শত বছরের সুখ।

No comments:

Post a Comment

Recent Post