Monday, February 19, 2018

নিজেকে চেনা

ক্যাপশন দেখে মানুষ হাসবে। ভাববে নিজেকে চেনা, এটা আবার কেমন কথা! কিন্তু সত্যি বলতে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি এক কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়, আমি কে, আমি কেমন , আমি কী চাই?
দূর্ভাগ্যের বিষয় এখনো এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়া হলো না। অন্যকে চেনা আমার কাছে সোজাই মনে হয়, কিন্তু নিজেকে চেনা ও যে জটিল থেকে জটিলতর।




কখনো ভাবি আমি বুঝি খুব সাধারণ বোকা ধরণের কেউ। কিন্তু পরক্ষনেই চিন্তা পরিবর্তন হয়ে যায়। আবার ভাবি আমি হয়তো খুব চালাক, খুব স্বার্থপর। আবার ভাবি , না আমি হয়তো বোকা চালাকের মাঝামাঝি কেউ।
নিজেকে ঠিক কোন পর্যায়ে ফেললে নিজেকে চেনা যাবে সেই সূত্রটি আবিষ্কার করতে মনে হয় জীবনে সায়াহ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনেকে ভাববে আমি আমিত্বে ব্যস্ত। আমিত্বের গুনগান করছি। কিন্তু নাহ। নিজেকে চিনতে না পারলে নিজের ভালোলাগা বুঝতে না পারলে একজন মানুষ যে কখনোই সঠিক পথ খুঁজে পাবে না তা আমি হাড়েহাড়ে বুঝতে পারছি।
যখন সুখে থাকি মনে হয় অন্যরা কষ্টে আছে, আমার কীসের সুখ। যখন দুঃখে থাকি তখন অন্যের সুখের বিষয় ভয়ংকর লাগে।
মাঝে মাঝে নিজেকে বিপ্লবী মনে হয়। মনে হয় পৃথিবীর সকল দুঃখ কষ্ট দূর করতে নিজেকে বিলিয়ে দেই। পরক্ষনেই কেন জানি আবার পিছিয়ে আসি। তখন নিজেকে স্বার্থপর মনে হয়।

নাহ। পারছি না। চিনতে পারছি না। আমি হয়তো বিপ্লবী আর স্বার্থপরতার মাঝেমাঝি একজন। 

No comments:

Post a Comment

Recent Post