Friday, December 7, 2018

'রক্তিম আভা'


দিগন্তের ঠিক কাছাকাছি, 
যখন হারিয়ে ফেলেছিলাম খেই, 
অন্ধকারে ঢেকে যাচ্ছিলো আমার জীবন, 
ঠিক তখনি রক্তাক্ত লাল আলোয় তোমার আবির্ভাব।

দিগন্তের ঠিক শেষে,
যখন ফিরে পেলাম আশা,
নতুন আলোয় উজ্জীবিত হলো মন,
ঠিক তখনি অন্ধকারে তোমার তিরোভাব।

No comments:

Post a Comment

Recent Post