Wednesday, February 13, 2019

বঞ্চিত

মজার ব্যাপার হলো, বঞ্চিতদের হিংসা একটু বেশি বেশি। নিজের নাই তো অন্যের দেখে হিংসা করতে হবে। অন্যের কেন থাকবে, অন্যেরা কেন এত সুখি, অন্যেরা কেন এত উৎসব পালন করে ইত্যাদি ইত্যাদি। কেউ তো আরো এককাঠি সরস। হিংসার সাথে ধর্ম, তামাশা, ঠাট্টা,দারিদ্রতা মিশিয়ে একাকার করে ফেলে। নিজে বঞ্চিত অন্যেকে দেখায় নরকের ভয়। নিজে বঞ্চিত অন্যকে বোঝায় সে কীভাবে উৎসব পালন না করে ঐ টাকা দিয়ে গরীবের সেবা করতে পারতো।
আরে বঞ্চিত! তোমার থাকলে কী আর এমন চিন্তা করতে! ঠিকই দেখা যেত উৎসবে কী উপহার কিনবে এমন চিন্তায় রাতের ঘুম হারাম করে গুগলে সার্চ দিচ্ছো, 'what is the best gift for best people'.
কথা হলো দুঃখে থাকলে নিজে মহামানব হয়ে যাই, আর সুখে থাকলে তুই কায় আর মুই কায়। হিংসা বাদ দাও, আগামী উৎসবে যাতে করে বঞ্চিতের কলঙ্ক মুছে যায় তার জন্য একটু দোয়া দরূদ পড়ো।

No comments:

Post a Comment

Recent Post