ইন্টার্সটেলার নামক একটা সায়েন্স ফিকশন মুভিতে দেখেছিলাম ড. ব্রান্ড(Anne Hathaway) যিনি একজন নাসার বিজ্ঞানী তিনি বলছেন,
Love isn't something we invented. It's observable, powerful. It has to mean something. Maybe love mean something more, something we can't yet understand. Maybe it's some evidence, some artifact of a higher dimension that we can't consciously perceive. Love is the one thing we are capable of perceiving that transcends dimension of the time and space. Maybe we should trust that, even if we can't understand that yet.
ব্যাপারটাও ঠিক তাই। আসলেই ভালোবাসা এমন কোন উচ্চ মাত্রার বিষয় যেটা এখনো আমরা আবিষ্কার করতে পারিনি। এটা হতে পারে কোন শক্তি যেটার মাধ্যমে আমাদের উচ্চ মাত্রার ভাবের আদান প্রদান হয়।
অনেকে ভালোবাসা বিষয়টিকে শুধু সামাজিক বন্ধন, আদান প্রদানের সম্পর্ক বলে সরলীকরণ করে থাকে। তারা বলতে চায় কোন জিনিস অধিক ব্যবহারের ফলে সেটার প্রতি মায়া জন্ম নেওয়াই ভালোবাসা।
কিন্তু ভালোবাসা ব্যাপারটি কি আসলেই এত ছোট বিষয়?!
আজ বিশ্ব ভালোবাসা দিবস।বিশ্বের প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী একে অপরকে ভালোবাসতে থাকুক। অবশ্যই কোন কারন ছাড়া।ভালোবাসার কারন খুঁজতে গেলেই সেটা সরলীকরণ হয়ে যাবে। :D
No comments:
Post a Comment