Monday, April 3, 2017

মুভি রিভিউঃ হোটেল রুয়ান্ডা(Hotel Rwanda (2004))

হোটেল রুয়ান্ডা ব্রিটিশ, ইতালিয়ান,দক্ষিন আফ্রিকান ঐতিহাসিক সিনেমা যেটি ২০০৪ সালে মুক্তি পায়।সিনেমাটি মূলত রুয়ান্ডার একটি চারতারা হোটেলের ম্যানেজার পল রুসুসেবাগিনা (Paul Rusesabagina) এর বায়োগ্রাফি।
সিনেমাটিতে অভিনয় করেন ডন সিডল, সফি অকিনিডো সহ আরো অনেকে। 


সংক্ষিপ্তসারঃ  সিনেমাটির গল্প মূলত আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডার গনহত্যা নিয়ে। ১৯৯৪ সাল। ছোট্ট দেশ রুয়ান্ডার একটি হোটেল নাম মি কলিন্সের ম্যানেজার পল রুসুসেবাগিনা। বিভিন্ন বিদেশী আর দেশীও পর্যটকের দেখাশুনা করতে ব্যস্ত হোটেল ম্যানেজার। 
পর্যটকদের আপ্যায়নের জন্য তাকে বিভিন্ন পানীয়, খাদ্য সংগ্রহ করতে হয়। 
রুয়ান্ডার জনগণ দুই ভাগে বিভক্ত। সংখ্যাগরিষ্ঠ হুটূ আর সংখ্যালঘু টুটসি।  হঠাত করে শুরু হয় অস্থিরতা। সংখ্যাগরিষ্ঠ হুটুরা নির্বিচারে মারতে থাকে সংখ্যালঘু টুটসিকে। পল রুসুসেবাগিনা তার হোটেলে কয়েকশত টুটসিকে থাকার ব্যবস্থা করে দেন। এবং জাতিসংঘের সহযোগিতায় বিভিন্ন প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে শেষে জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে পৌঁছান।
সিনেমাটি অসাধারণ লাগার কারণঃ যখন মানুষ মানবতা ভুলে যায়, ভুলে যায় তারা একই রক্তে মাংসে গড়া মানুষ নামক প্রাণী তখনই গনহত্যা ঘটে।
পল রুসুসেবাগিনা একজন হুটূ। কিন্তু তার কাছে মানবতাই শ্রেষ্ঠ। আর এই মানবতার টানেই তিনি নিজের জীবন বাজি রেখে রক্ষা করেছেন কিছু মানুষের জীবন। 
পুরো সিনেমাটাই মানবতাবাদের জয়গান আর জাতিবিদ্বেষ এর কুফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

No comments:

Post a Comment

Recent Post