Monday, May 21, 2018

বাধা

'সিক্ত হয়েছি যে আঁখি জলে,

রিক্ত হতে তাতে ক্ষতি কিসের?

রুক্ষ করেছে যে তীক্ষ্ণ রোদ,

চৌচির হতে তবে বাধা কীসের?

স্বপ্ন দেখে রত্ন খুঁজে করেছি যা নষ্ট,
ছুড়ে দিতে তবে অজানা পথের বাধা কীসের?


No comments:

Post a Comment

Recent Post