সুপ্ত, গুপ্ত কত কথা , বাবুর মনে মনে,
বলবে বলে শত বাক্য, তাকায় ক্ষণে ক্ষণে।
উপর থেকে ভালোবাসা, পড়ে নাকো হায়,
সেই দুঃখে বাবুর কষ্ট দেখা নাহি যায়।
ভালোবাসা নয়তো যে ফল পড়বে টপাস করে,
বাবু আমার বুঝতো পারলে অন্তিম কালে এসে।
হাঁপাস, হাপুস করে কী আর লাভ সেখানে হয়,
আকাশ পানে তাকিয়ে বাবুর চোখের জল বয়।
No comments:
Post a Comment