Thursday, December 27, 2018

Windows Can't be Installed on Drive 0 Partition 4(Solved for HP Laptop)

I was in deep trouble while setup windows 10 on my HP Laptop. I searched and searched google but find no solution. Lastly I discovered that the issue is inside the boot difference between MBR(Master Boot Record) and GTP(GUID Partition Table).
MBR for BIOS(Legacy) boot mode and GTP for UEFI boot mode.
So I need to bootable my pendrive in MBR mode. So that It can install windows with support Legacy boot mode.
I download Rufus and bootable my pendrive. The settings are given below:

  1. Open Rufus
  2. From 'Boot Selection' 'Select' your ISO file
  3. Partition scheme change to MBR mode
  4. File System change to NTFS
  5. START
That's it. 

Photo Credit: Rufus
Then I insert the pendrive in my HP laptop and restart my laptop and press F9(Boot Device Option)
I select USB Device Flash Drive (Not UEFI mode) and Press Enter. 
Vowla!!! My windows installation problem has gone. 


Thursday, December 20, 2018

Saturday, December 8, 2018

শয়তান তেল

বাঙালির তেলের ব্যাবসা সবসময়ই রমরমা চলে। সবকিছুই ঠিকঠাক আছে কেন জানি মধ্যপ্রাচ্যের মত হয়ে উঠা হয় না সেটাই বুঝে আসে না। 
তেলের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত কোন ঝুট ঝামেলা নাই। অন্যান্য দেশের মত ভেজাল যুক্ত তেল উৎপাদন বাঙালি করে না। একেবারে খাঁটি, শুদ্ধু তেল। 
তেলের রকম ফের আছে অবশ্য। কয়েকটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। রাজনৈতিক তেল, নৈতিক তেল, ভাই-ব্রাদার তেল, শ্রদ্ধেয় তেল, শয়তান তেল ইত্যাদি।
শয়তান তেল নিয়ে একটু আলোচনা করা যেতে পারে(যেহেতু অন্যান্য তেল নিয়ে মানুষের বিস্তর ধারণা আছে তাই সেগুলো বাদ)।
এই তেলের উৎপাদন হয় কোথাও নতুন যুক্ত হওয়া মানুষ প্রজাতি থেকে। এই প্রজাতি কোথাও নতুন আসলে প্রথমে কোথায় তেল উৎপাদন করতে হবে, কোথায় তেল মারতে হবে বুঝতে পারে না। ফলে সামনে যাকে পায় তাকেই তেল মারতে থাকে। কিন্তু কিছুদিন পর যখন বুঝতে পারে যে যাদের এতদিন তেল মেরে এসেছে তারা তেমন বিখ্যাত/কুখ্যাত নয় তখন তাদের আছাড় মেরে যারা বিখ্যাত/কুখ্যাত/পরিচিত বেশি তাদের তেল মারা শুরু করে।
এদিকে এতদিন তেল খাওয়া অল্প পরিচিত জনগণ ভোগে তেল হীনতায়। শরীরের অবস্থা কাহিল হয় যখন দেখে তেল উৎপাদন প্রজাতি তারই সুহৃদ / কাছের মানুষদের বিখ্যাত ভেবে তেল মারছে।
শেষে অবশ্য গ্যাস্ট্রিকের একটা কড়া ঢেঁকুর তুলে বলে," ঐ তেলে কোলেস্টেরল বেশি ছিলো, গেছে ভালোই হয়েছে"

Friday, December 7, 2018

'রক্তিম আভা'


দিগন্তের ঠিক কাছাকাছি, 
যখন হারিয়ে ফেলেছিলাম খেই, 
অন্ধকারে ঢেকে যাচ্ছিলো আমার জীবন, 
ঠিক তখনি রক্তাক্ত লাল আলোয় তোমার আবির্ভাব।

দিগন্তের ঠিক শেষে,
যখন ফিরে পেলাম আশা,
নতুন আলোয় উজ্জীবিত হলো মন,
ঠিক তখনি অন্ধকারে তোমার তিরোভাব।

Recent Post