Saturday, November 2, 2019

Loose Plug!

Did you ever try your mobile charger with loose plug!
It seems like the combination of 'connected..' and disconnected...' continue forever.
The beep of the 'connected' , 'disconnected' sometimes make you insane.
My life is somewhat kind of a loose plug with all kind of relationship. 
'Connected', 'disconnected' continue and the beep is still unbearable. 

Wednesday, July 10, 2019

বৃষ্টির গহীনে

তোমার শব্দে বড় একা লাগে জানো!
আমার পুরনো টিনের জং ধরা চালে,
তোমার আছড়ে পড়ার প্রতিটি শব্দ
যেন হৃদয়ে হুল ফুটিয়ে বলে,
'তুমি বড় একা, একদমই একা,
তোমার কেউ নেই, ছিলোও না কখনো।'

তোমার শব্দে মন বিমর্ষ হয় জানো!
আলোতে জলমলে হৃদয় হঠাত করে,
কালো মেঘে ছেয়ে যায়,
ভীতর থেকে বারংবার মনে হয়,
কী যেন নেই, কোথাও যেন কিছু খালি আছে।

তোমার শব্দে পুরনো স্বপ্ন জেগে ওঠে জানো!
কনিষ্ঠে কনিষ্ঠা রেখে নির্জন রাস্তায় ভিজবো বলে,
কতশত স্বপ্ন আধো পাগলের প্রলাপ বকতো,
আর রাতশেষে অধরা বাস্তবতার আলোতে,
হারিয়ে যেত অজানা কোন গহীন সমুদ্রে।

তোমার শব্দ বড় ভয়ংকর,
ঘুমহীন প্রহর তৈরিতে তোমার শব্দ
সিদ্ধহস্ত। 

Sunday, June 9, 2019

Fight Against Friends

It's really hard,
to fight against friends,
It's really to hard,
to bear the consequences.

Fight against friends,
like messing with privacy,
Fight against friends,
like deal with consistency. 

Friends is a vague term,
Can turn into foes,
Friends is a vague term,
make your life worst.

Monday, May 13, 2019

ব্যবধান


দূরে ঐ দূরে লক্ষ কোটি নক্ষত্র জ্বলছে, দূর থেকে কত কাছেই না মনে হয় তাদের, মনে হয়, একটির উপর আরেকটি লেপটে আছে। তাই কী! দূর থেকে মনে হলেই কী লেপটে থাকা যায়? খুব কাছের নক্ষত্র দুটির মধ্যেও শত আলোকবর্ষ ব্যবধান। ভুল যদি হয়ে থাকে ভুল দর্শকের, নক্ষত্রের নয়।

Friday, April 26, 2019

অপদার্থ মন

বুঝিতে চাহিয়া সহস্রবার বুঝিতে নাহি পারি,
বুঝের বাপের মায়ের মাসি,
পাতিয়াছে সাথে আড়ি।
রিক্ত সিক্ত কত যে হইলাম, তবু পড়িয়াছে ঠেলা,
মনুষ্য মন বুঝিতে তবু,
ভাসাইয়া চলিয়াছি ভেলা।
দেখিতেছি কত নিকট আত্মীয়, নিকট নাহি থাকে,
সহসা স্মরিয়া, আপনি মরিয়া,
উপ্তা করে রাখে।
আজ হইতে যত দিন যাইবে, যাইবে যত ক্ষণ,
বাঁধিয়া রাখিব, মোড়াইয়া রাখিব,
অপদার্থ এ মন।


Saturday, April 20, 2019

জাতের উর্ধ্বে


শূদ্রে নাকি জাত গেলো সব,
রুদ্রে কুপোকাপ,
নমঃ নমঃ করতে করতে
করছি অভিসম্পাত।
জাত ভেদে কই আমি শ্রেষ্ঠ,
পুত আমার মন,
দূরে থাক! দূরে থাক!,
ছুঁয়ে দিলে করবি ভঙ্গ পণ। 
ভীতর কেটে লাল নিশানে,
যবে করি আলিঙ্গন,
লালে লালে মিলে একাকার,
উর্ধ্বে সবাই মানুষেরই সন্তান।

Monday, April 15, 2019

আত্ম উদ্ধৃতি

১। নিজেকে বুঝতে পারা যে কতটা ভয়ানক ব্যাপার তা বুঝতে না গেলে বুঝা যাবে না। এবং সেই বুঝাতে যদি নিজের খারাপ চেহারাটা আপনার চোখের সামনে চলে আসে তখন তো একেবারে যাচ্ছেতাই অবস্থা।
এতদিন ধরে যে আপনি ছিলেন মুহূর্তেই মনে হবে আপনি আর সে নেই। আপনি আপনার কাছেই হয়ে গেছেন মস্তবড় এক ভিলেন।
অন্য কারো খারাপ চেহারা দেখলে হয়তো সেখান থেকে পালিয়ে বাঁচা যায়। কিন্তু নিজের থেকে কীভাবে বাঁচবেন!
অগত্যা পালানোর তো উপায় নেই, বেঁচে থাকতে হয় একটা গ্লানি নিয়ে। একটা আত্মখেদ নিয়ে।

২। তৈরি করলেন এক মস্তবড় তত্ত্ব। সেই তত্ত্বতে যা নয় তাই যোগ করলেন। এবং নিকটজনকে বোঝাতে লাগলেন যে এটাই সত্য তত্ত্ব। আপনি কল্পনাও করেননি আপনার নিকটজন আপনার ভুল তত্ত্ব আপনার উপরেই প্রয়োগ করা শুরু করে দিতে পারে।
একটা সময় যখন সত্যিই প্রয়োগ করা শুরু করে দিলো তখন নিজের চুল ছিঁড়বেন নাকি নিজের তত্ত্বকে ভুল বলবেন তার কূল কিনারা খুঁজে পান তখন অগত্যা বসে বসে চুল ছেঁড়াই শ্রেয়।

৩। 'নিচের চুল ছেঁড়া' গবেষণা বলে আপনজনরাই নাকি বেশি ঠকায়। গবেষণা চুলছেড়া হতে পারে কিন্তু কথাটা কিন্তু খাঁটি। যেহেতু আপনার অনেক গোপন বিষয় আপনজন বা নিকটজনরাই জানে সেক্ষেত্রে তারা যে তার অপব্যবহার করবে না এই নিশ্চয়তা এই মনুষ্য জগতে চিন্তা করাও বোকামি।

Monday, April 8, 2019

বন্ধন

bond-a conceptual art

Sunday, March 24, 2019

ভন্ড বাঙালি

বাঙালির মত ভণ্ড জাতি খুব কমেই আছে। এরা সবসময় প্রশংসা পেতে পছন্দ করে কিন্তু প্রশংসা করতে এদের প্রচণ্ড অনীহা। প্রশংসা যে করে না তা নয়, করে যে কাজ নিজের মন মত হয়।

এই যেমন ধরুন, ভারতের প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দিলে এরা প্রশংসায় গদগদ হয়ে যায়, ঠিক বিপরীতটা যদি এদেশের প্রধানমন্ত্রী করে তবে ভাষা গেলো রব তুলে আর্তনাদ করে।

আবার ধরুন, নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় ৫০ জন মানুষ নিহত হওয়ায় নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী যখন মুসলমানদের দুঃখে দুঃখী হয়ে সংসদে কোরআন তেলয়াত করালেন, পাশাপাশি মসজিদে মাইকে আজান দেওয়া যাবে এমন নিয়ম করলেন তখন বাঙালিদের আনন্দ আর প্রশংসা দেখার মত হয়।
ঠিক বিপরীতে চিন্তা করুন , এদেশের সংখ্যালঘু, আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলা হলে প্রধানমন্ত্রী এই বাঙালিদের ভয়ে সেখানে গিয়ে সমবেদনা পর্যন্ত জানাতে কেমন দ্বিধা করে। বাকি কাজ তো দূরের কথা।
অনেকে বলে নিউ জিল্যান্ডের মত সভ্য আর শান্তিপ্রিয় দেশ নই বলেই এমন হবে। আমার প্রশ্ন হলো যে বা যারা নিউ জিল্যান্ডের প্রশংসা করছেন অন্তত তারা কি নিশ্চিত করে বলতে পারবেন যে আপনারা এদেশের সংখ্যালঘুদের বিপদে পাশা দাঁড়ান?

আসলে এসব আপনাদের ভণ্ডামো। চরম মাত্রার হিপোক্রেসি। নিজের মন মত হলেই ভালো। বাকি সব ভালো নয়।
এই সব ভণ্ডামো বাদ দিয়ে অন্তত সব কাজের প্রশংসা করুন। যদি সে কাজ আপনার মনমত নাও হয় তারপরেও ভালো কাজের প্রশংসা করুন। সে নিউ জিল্যান্ডে হলেও করুণ, এদেশে করলেও প্রশংসা করুণ।
অন্তত চেষ্টা করুন ভণ্ডামিটা কম করে করতে। 

Wednesday, February 13, 2019

বঞ্চিত

মজার ব্যাপার হলো, বঞ্চিতদের হিংসা একটু বেশি বেশি। নিজের নাই তো অন্যের দেখে হিংসা করতে হবে। অন্যের কেন থাকবে, অন্যেরা কেন এত সুখি, অন্যেরা কেন এত উৎসব পালন করে ইত্যাদি ইত্যাদি। কেউ তো আরো এককাঠি সরস। হিংসার সাথে ধর্ম, তামাশা, ঠাট্টা,দারিদ্রতা মিশিয়ে একাকার করে ফেলে। নিজে বঞ্চিত অন্যেকে দেখায় নরকের ভয়। নিজে বঞ্চিত অন্যকে বোঝায় সে কীভাবে উৎসব পালন না করে ঐ টাকা দিয়ে গরীবের সেবা করতে পারতো।
আরে বঞ্চিত! তোমার থাকলে কী আর এমন চিন্তা করতে! ঠিকই দেখা যেত উৎসবে কী উপহার কিনবে এমন চিন্তায় রাতের ঘুম হারাম করে গুগলে সার্চ দিচ্ছো, 'what is the best gift for best people'.
কথা হলো দুঃখে থাকলে নিজে মহামানব হয়ে যাই, আর সুখে থাকলে তুই কায় আর মুই কায়। হিংসা বাদ দাও, আগামী উৎসবে যাতে করে বঞ্চিতের কলঙ্ক মুছে যায় তার জন্য একটু দোয়া দরূদ পড়ো।

Monday, January 7, 2019

Recent Post