শূদ্রে নাকি জাত গেলো সব,
রুদ্রে কুপোকাপ,
নমঃ নমঃ করতে করতে
করছি অভিসম্পাত।
জাত ভেদে কই আমি শ্রেষ্ঠ,
পুত আমার মন,
দূরে থাক! দূরে থাক!,
ছুঁয়ে দিলে করবি ভঙ্গ পণ।
ভীতর কেটে লাল নিশানে,
যবে করি আলিঙ্গন,
লালে লালে মিলে একাকার,
উর্ধ্বে সবাই মানুষেরই সন্তান।
No comments:
Post a Comment