১। নিজেকে বুঝতে পারা যে কতটা ভয়ানক ব্যাপার তা বুঝতে না গেলে বুঝা যাবে না। এবং সেই বুঝাতে যদি নিজের খারাপ চেহারাটা আপনার চোখের সামনে চলে আসে তখন তো একেবারে যাচ্ছেতাই অবস্থা।
এতদিন ধরে যে আপনি ছিলেন মুহূর্তেই মনে হবে আপনি আর সে নেই। আপনি আপনার কাছেই হয়ে গেছেন মস্তবড় এক ভিলেন।
অন্য কারো খারাপ চেহারা দেখলে হয়তো সেখান থেকে পালিয়ে বাঁচা যায়। কিন্তু নিজের থেকে কীভাবে বাঁচবেন!
অগত্যা পালানোর তো উপায় নেই, বেঁচে থাকতে হয় একটা গ্লানি নিয়ে। একটা আত্মখেদ নিয়ে।
২। তৈরি করলেন এক মস্তবড় তত্ত্ব। সেই তত্ত্বতে যা নয় তাই যোগ করলেন। এবং নিকটজনকে বোঝাতে লাগলেন যে এটাই সত্য তত্ত্ব। আপনি কল্পনাও করেননি আপনার নিকটজন আপনার ভুল তত্ত্ব আপনার উপরেই প্রয়োগ করা শুরু করে দিতে পারে।
একটা সময় যখন সত্যিই প্রয়োগ করা শুরু করে দিলো তখন নিজের চুল ছিঁড়বেন নাকি নিজের তত্ত্বকে ভুল বলবেন তার কূল কিনারা খুঁজে পান তখন অগত্যা বসে বসে চুল ছেঁড়াই শ্রেয়।
৩। 'নিচের চুল ছেঁড়া' গবেষণা বলে আপনজনরাই নাকি বেশি ঠকায়। গবেষণা চুলছেড়া হতে পারে কিন্তু কথাটা কিন্তু খাঁটি। যেহেতু আপনার অনেক গোপন বিষয় আপনজন বা নিকটজনরাই জানে সেক্ষেত্রে তারা যে তার অপব্যবহার করবে না এই নিশ্চয়তা এই মনুষ্য জগতে চিন্তা করাও বোকামি।
এতদিন ধরে যে আপনি ছিলেন মুহূর্তেই মনে হবে আপনি আর সে নেই। আপনি আপনার কাছেই হয়ে গেছেন মস্তবড় এক ভিলেন।
অন্য কারো খারাপ চেহারা দেখলে হয়তো সেখান থেকে পালিয়ে বাঁচা যায়। কিন্তু নিজের থেকে কীভাবে বাঁচবেন!
অগত্যা পালানোর তো উপায় নেই, বেঁচে থাকতে হয় একটা গ্লানি নিয়ে। একটা আত্মখেদ নিয়ে।
২। তৈরি করলেন এক মস্তবড় তত্ত্ব। সেই তত্ত্বতে যা নয় তাই যোগ করলেন। এবং নিকটজনকে বোঝাতে লাগলেন যে এটাই সত্য তত্ত্ব। আপনি কল্পনাও করেননি আপনার নিকটজন আপনার ভুল তত্ত্ব আপনার উপরেই প্রয়োগ করা শুরু করে দিতে পারে।
একটা সময় যখন সত্যিই প্রয়োগ করা শুরু করে দিলো তখন নিজের চুল ছিঁড়বেন নাকি নিজের তত্ত্বকে ভুল বলবেন তার কূল কিনারা খুঁজে পান তখন অগত্যা বসে বসে চুল ছেঁড়াই শ্রেয়।
৩। 'নিচের চুল ছেঁড়া' গবেষণা বলে আপনজনরাই নাকি বেশি ঠকায়। গবেষণা চুলছেড়া হতে পারে কিন্তু কথাটা কিন্তু খাঁটি। যেহেতু আপনার অনেক গোপন বিষয় আপনজন বা নিকটজনরাই জানে সেক্ষেত্রে তারা যে তার অপব্যবহার করবে না এই নিশ্চয়তা এই মনুষ্য জগতে চিন্তা করাও বোকামি।
No comments:
Post a Comment