Friday, April 26, 2019

অপদার্থ মন

বুঝিতে চাহিয়া সহস্রবার বুঝিতে নাহি পারি,
বুঝের বাপের মায়ের মাসি,
পাতিয়াছে সাথে আড়ি।
রিক্ত সিক্ত কত যে হইলাম, তবু পড়িয়াছে ঠেলা,
মনুষ্য মন বুঝিতে তবু,
ভাসাইয়া চলিয়াছি ভেলা।
দেখিতেছি কত নিকট আত্মীয়, নিকট নাহি থাকে,
সহসা স্মরিয়া, আপনি মরিয়া,
উপ্তা করে রাখে।
আজ হইতে যত দিন যাইবে, যাইবে যত ক্ষণ,
বাঁধিয়া রাখিব, মোড়াইয়া রাখিব,
অপদার্থ এ মন।


Saturday, April 20, 2019

জাতের উর্ধ্বে


শূদ্রে নাকি জাত গেলো সব,
রুদ্রে কুপোকাপ,
নমঃ নমঃ করতে করতে
করছি অভিসম্পাত।
জাত ভেদে কই আমি শ্রেষ্ঠ,
পুত আমার মন,
দূরে থাক! দূরে থাক!,
ছুঁয়ে দিলে করবি ভঙ্গ পণ। 
ভীতর কেটে লাল নিশানে,
যবে করি আলিঙ্গন,
লালে লালে মিলে একাকার,
উর্ধ্বে সবাই মানুষেরই সন্তান।

Monday, April 15, 2019

আত্ম উদ্ধৃতি

১। নিজেকে বুঝতে পারা যে কতটা ভয়ানক ব্যাপার তা বুঝতে না গেলে বুঝা যাবে না। এবং সেই বুঝাতে যদি নিজের খারাপ চেহারাটা আপনার চোখের সামনে চলে আসে তখন তো একেবারে যাচ্ছেতাই অবস্থা।
এতদিন ধরে যে আপনি ছিলেন মুহূর্তেই মনে হবে আপনি আর সে নেই। আপনি আপনার কাছেই হয়ে গেছেন মস্তবড় এক ভিলেন।
অন্য কারো খারাপ চেহারা দেখলে হয়তো সেখান থেকে পালিয়ে বাঁচা যায়। কিন্তু নিজের থেকে কীভাবে বাঁচবেন!
অগত্যা পালানোর তো উপায় নেই, বেঁচে থাকতে হয় একটা গ্লানি নিয়ে। একটা আত্মখেদ নিয়ে।

২। তৈরি করলেন এক মস্তবড় তত্ত্ব। সেই তত্ত্বতে যা নয় তাই যোগ করলেন। এবং নিকটজনকে বোঝাতে লাগলেন যে এটাই সত্য তত্ত্ব। আপনি কল্পনাও করেননি আপনার নিকটজন আপনার ভুল তত্ত্ব আপনার উপরেই প্রয়োগ করা শুরু করে দিতে পারে।
একটা সময় যখন সত্যিই প্রয়োগ করা শুরু করে দিলো তখন নিজের চুল ছিঁড়বেন নাকি নিজের তত্ত্বকে ভুল বলবেন তার কূল কিনারা খুঁজে পান তখন অগত্যা বসে বসে চুল ছেঁড়াই শ্রেয়।

৩। 'নিচের চুল ছেঁড়া' গবেষণা বলে আপনজনরাই নাকি বেশি ঠকায়। গবেষণা চুলছেড়া হতে পারে কিন্তু কথাটা কিন্তু খাঁটি। যেহেতু আপনার অনেক গোপন বিষয় আপনজন বা নিকটজনরাই জানে সেক্ষেত্রে তারা যে তার অপব্যবহার করবে না এই নিশ্চয়তা এই মনুষ্য জগতে চিন্তা করাও বোকামি।

Monday, April 8, 2019

বন্ধন

bond-a conceptual art

Recent Post

  • 10 ways to have a better conversation
    Don't multi-task (Be present in that moment) Don't pontificateUse open-ended questionGo with...
  • প্রতিবিম্বের মুক্তি
    মানিব্যাগের গোপন ভাঁজের প্রতিবিম্ব আজ হাসে, হাসতে হাসতে বলে, "বদ্ধ পকেটের ভাঁজ থেকে মুক্তি দাওনি...
  • Loose Plug!
    Did you ever try your mobile charger with loose plug! It seems like the combination of...