Friday, January 12, 2018

ভোলার আত্মতৃপ্তি

কী যেন একটা প্রবাদ আছে না, ' নিজের খেয়ে বনের মোষ তাড়ানো'
বনের মোষ তাড়ানো হিত কাজ, কিন্তু এর প্রতিক্রিয়া যে হিত হবে তা আশা করা বোকামির নামান্তর।
যেমন ধরুন, ভোলা প্রতিদিন রাস্তায় যাওয়ার সময় অন্যের শুকাতে দেয়া ধানে যদি হাঁস মুরগী দেখে , তবে নিজেকে আর নিয়ন্ত্রন করতে পারে না। অন্যের ধানের হাঁস মুরগী তাকে তাড়াতে হবে।


আবার ধরুন ভোলা অনেক মানুষের সাথে বসে আছে, হঠাত করে দেখলো কারো গালে মশা বসে আছে। ব্যাস। তাকে মশা মারতে হবে।


বাসে করে যাচ্ছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে বলে বসে , ' আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাই।'
গ্রামে কোথাও কারো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ভোলা স্বযাচিত হয়ে চলে যাবে খাবার পরিবেশন করতে।


এগুলোর প্রতিক্রিয়া স্বরুপ ভোলা ভালো ফলাফল পায় যে তা নয়।
যেমন হাঁস মুরগী তাড়ালে, হাঁস মুরগী ওয়ালা গোপনে ডেকে নিয়ে গিয়ে দুইটা ধরায়ে দিয়ে বলে ওরা তোকে কি দেয় যে আমাদের হাঁস মুরগীর পিছনে লেগেছিস?
অন্যের গালের মশা মারতে গিয়ে ভোলা একবার রাম ধোলাই খেয়েছিলো।
এ পর্যন্ত বাসে যতজনকে বসতে বলেছে তারা কেউ তো বসে নাই বরং উত্তর ছিলো , ' আমাকে কী আপনার অসুস্থ মনে হয়?'
অনুষ্ঠান বাড়ির প্রতিক্রিয়া আরো ভয়ংকর। তারা মনে করতো ভোলা দুবেলা খাওয়ার জন্য এসব করছে। কেউ একজন ডেকে নিয়ে বলতো , ' বাবা , আমাদের অনেক লোক আছে। তোমাকে করতে হবে না । '

এত সুন্দর সুন্দর প্রতিক্রিয়া সত্ত্বেও ভোলা থেমে নেই। কারো সঙ্গে দুইটা চারটা কথা হলেই বলে বসে ‘ যে কোন সমস্যায় আমাকে ডাকতে দ্বিধা করবেন না।‘

আমার এই পোস্ট আমার সেই সব ভোলা বন্ধুদের জন্য। যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোতেই আনন্দ খুঁজে পায়।


No comments:

Post a Comment

Recent Post