Wednesday, January 24, 2018

নষ্ট আমি

নষ্ট পৃথিবী, নষ্ট আমি 
প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে চলেছি
আমার থাবা আর ভয়ংকর নখগুলি

অসহায় হই তখন, চারিদিকে দেখি যখন
ভদ্রবেশে ভদ্র মানুষ আঁচড় কাটে 
রক্তাক্ত করে হিংস্ররুপে 
চারিদিকে সাড়া পড়ে, তারা ভদ্র মানুষ বটে

ভদ্রই তো , ভেবে ঠকেছি 
নষ্ট এই আমি।

No comments:

Post a Comment

Recent Post