Friday, March 30, 2018

শত বছরের সুখ

ছোট্ট সে যে ছবির মতন
সবুজ শস্যের মেলা,
পথগুলো তার নরম যেন 
হাটি সারাবেলা।
চারদিকে তার মাঠ আর মাঠ
মধ্যখানে গ্রাম,
সুশ্রী , সুন্দর গ্রামখানা মোর 
পশ্চিম গিলাবাড়ি নাম।
শান্ত স্বভাব, শব্দ শুধু
পাখির কলতান,
হঠাত কী যে হলো
পড়লো সুতোয় টান।
একের পর এক বিশ্রী কর্মে
ঢাকলো তার মুখ,
গ্রামখানা মোর হারিয়ে ফেললো
শত বছরের সুখ।

Saturday, March 24, 2018

ফেসবুক তথ্যের মুড়ি ঘণ্ট

ফেসবুক আমার সম্পর্কে কী কী জানে?
উত্তরঃ আমার নাম, আমার জন্ম তারিখ, আমার লিঙ্গ, আমার পছন্দ, আমার ভাষা, আমার ধর্ম, আমার রাজনৈতিক অবস্থান, আমার মোবাইল নাম্বার, আমার ইমেইল, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমার কর্মক্ষেত্রের বিবরণ, আমার বৈবাহিক অবস্থা, আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা, আমার ওয়েবসাইটের ঠিকানা, আমার সামাজিক যোগাযোগের ঠিকানা, আমি কখন কী করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কী দেখছি, কী খেতে পছন্দ করি, অবসরে কী করতে পছন্দ করি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

Blender Design 07

For my friend Prodip
Design Engine: Blender Cycles

Prodip's Reading Room

Tuesday, March 13, 2018

Blender Design_06

Design Engine: Blender
Render Engine: Blender Cycles

Monday, March 12, 2018

বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স(বুক রিভিউ)

অসাধারণ। এর চেয়ে বেশি বলা কম হয়ে যাবে। এই জন্যেই জাফর ইকবাল স্যারকে এত এত ভালোবাসি। গল্পের মত বিজ্ঞান একেবারে মস্তিষ্কের গভীরে প্রবেশ করিয়ে দেন। 
গল্পের মত করে এই মহাবিশ্বের উৎপত্তি থেকে কীভাবে আধুনিক মানুষের উৎপত্তি হলো বুঝিয়ে গেলেন অবলীলায়।
অনেক কিছু জানতে পারলাম বইটি পড়ে। সবচেয়ে বড় যে উপকার হলো , আগে কেউ জিজ্ঞেস করলে পৃথিবীর উৎপত্তি কিংবা প্রাণের উৎপত্তি কিংবা মহাবিশ্বের উৎপত্তি এগুলো বলতে গুলিয়ে যেত। কিন্তু এখন হবে না। স্যার এত সুন্দর করে মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে তা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। 
ধন্যবাদ স্যার। ভালো থাকুন। বেঁচে থাকুন আরো অনেক দিন। 
বইটির রকমারি লিংকঃ https://goo.gl/JpqmJE

Recent Post