Monday, March 12, 2018

বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স(বুক রিভিউ)

অসাধারণ। এর চেয়ে বেশি বলা কম হয়ে যাবে। এই জন্যেই জাফর ইকবাল স্যারকে এত এত ভালোবাসি। গল্পের মত বিজ্ঞান একেবারে মস্তিষ্কের গভীরে প্রবেশ করিয়ে দেন। 
গল্পের মত করে এই মহাবিশ্বের উৎপত্তি থেকে কীভাবে আধুনিক মানুষের উৎপত্তি হলো বুঝিয়ে গেলেন অবলীলায়।
অনেক কিছু জানতে পারলাম বইটি পড়ে। সবচেয়ে বড় যে উপকার হলো , আগে কেউ জিজ্ঞেস করলে পৃথিবীর উৎপত্তি কিংবা প্রাণের উৎপত্তি কিংবা মহাবিশ্বের উৎপত্তি এগুলো বলতে গুলিয়ে যেত। কিন্তু এখন হবে না। স্যার এত সুন্দর করে মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে তা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। 
ধন্যবাদ স্যার। ভালো থাকুন। বেঁচে থাকুন আরো অনেক দিন। 
বইটির রকমারি লিংকঃ https://goo.gl/JpqmJE

No comments:

Post a Comment

Recent Post