মজা ছাড়া বন্ধুত্ব হয় নাকি! বন্ধুদের আসরে সব ধরনের শব্দ জায়েজ। কার কি আছে বা নাই, কার কি হইছে আর কি হয় নাই এসবই তো বন্ধুত্বের আড্ডার গরম আলোচ্য বিষয়। কিন্তু দুঃখজনক ভাবে সেই বন্ধুত্বের আড্ডাটা আজ ফেসবুকে উঠে এসেছে। হুটহাট গজিয়েছে হরেক রকম পেজ আর সবচেয়ে পরিচিত আড্ডা সেখানে “মেনশন হপে”।
দেখা গেলো মোটা কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে, কালো কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে। কার বাসর ঘরে কী হবে , কার টয়লেটে কী হবে এগুলাই সেখানের আলোচনার ব্যাপার।