Wednesday, February 28, 2018

সস্তা মজার সস্তা বাজার

মজা ছাড়া বন্ধুত্ব হয় নাকি! বন্ধুদের আসরে সব ধরনের শব্দ জায়েজ। কার কি আছে বা নাই, কার কি হইছে আর কি হয় নাই এসবই তো বন্ধুত্বের আড্ডার গরম আলোচ্য বিষয়। কিন্তু দুঃখজনক ভাবে সেই বন্ধুত্বের আড্ডাটা আজ ফেসবুকে উঠে এসেছে। হুটহাট গজিয়েছে হরেক রকম পেজ আর সবচেয়ে পরিচিত আড্ডা সেখানে “মেনশন হপে”।
দেখা গেলো মোটা কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে, কালো কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে। কার বাসর ঘরে কী হবে , কার টয়লেটে কী হবে এগুলাই সেখানের আলোচনার ব্যাপার।

Monday, February 19, 2018

নিজেকে চেনা

ক্যাপশন দেখে মানুষ হাসবে। ভাববে নিজেকে চেনা, এটা আবার কেমন কথা! কিন্তু সত্যি বলতে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি এক কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়, আমি কে, আমি কেমন , আমি কী চাই?
দূর্ভাগ্যের বিষয় এখনো এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়া হলো না। অন্যকে চেনা আমার কাছে সোজাই মনে হয়, কিন্তু নিজেকে চেনা ও যে জটিল থেকে জটিলতর।

Blender Design_05(Executive Chair)

Sunday, February 18, 2018

ভালোবাসার সত্যকাহন

"আমি তোমাকে ভালোবাসি" - এই সাধারণ কথাটাই এখনো তাকে বলতে পারিনি। পারিনি তাকে লেখতে। কারণ তার চোখে মুখে আমি আমার প্রতি তার ভালোবাসার কোন ছায়া দেখতে পাইনি। 'না' উত্তর যেখানে অনুমেয় সেখানে শুধু শুধু নিজেকে পরখ করে নেওয়ার কিছু নেই বলে আমার মনে হয়েছে।

কিন্তু আমি তাকে ভালোবাসি। তার আনন্দে আমি আনন্দিত হই, তার কষ্টে আমি কষ্ট পাই। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। যদিও মাঝে মাঝে আক্ষেপে নিজের মানসিক বিকার তৈরি হয় , কিন্তু আমি তাকে ভালোবাসি।

Thursday, February 15, 2018

বিরক্তিকর উপস্থাপক

একটা টক শো দেখছিলাম। আমার প্রিয় একজন ব্যক্তি টক শোতে অতিথি হিসেবে আছে। তার বক্তব্য শোনার জন্য বসে থাকা। কিন্তু কীসের কী, অতিথিরা কথা বলবে , উপস্থাপক নিজেকে হনু প্রমাণ করার জন্য উঠে পরে লেগেছে। তারা বলে একটা কথা উপস্থাপক বলে ৫০ টা।
এ কেমন কথা বাহে! তোমার টিভি, তোমার অনুষ্ঠান। তুমি তো নিয়মিত কথা বলই। অতিথিদের একটু বলতে দাও। আর অনুষ্ঠানের বিজ্ঞাপনের সময় তো তোমার নাম থাকে না। থাকে অতিথিদের নাম।
কিছু উদাহরণঃ

Wednesday, February 7, 2018

Innocent(সরল গ্যাদা)

অধিকাংশ মানুষ সরল মানুষকে তাদের প্রধান লক্ষ্য করে ঠকানোর জন্য। তাদের ধারণা সরল মানুষ মানে বোকা। যদিও সরল মানুষের অনেক আচরণ বোকার মতই মনে হয়। তারা তাদের বন্ধু, বান্ধব এমনকি অপরিচিত মানুষের খুব সাধারণ অভিনয়ও বুঝতে পারে না। উঠে পরে লাগে তাদের সাহায্য করার জন্য। কিন্তু দুই একজন সরল বোকার জন্য তো আর পুরা সরল গোষ্ঠী বোকা হতে পারে না। হয়তো তারা তাদের আচরণগত দিক দিয়ে কাউকে আঘাত করতে চায় না, হয়ত তারা চায়না কেউ কষ্ট পাক, হয়তো তারা চায় না তাদের না উত্তর শুনে কেউ যেন মন খারাপ না করে।

Recent Post