মজা ছাড়া বন্ধুত্ব হয় নাকি! বন্ধুদের আসরে সব ধরনের শব্দ জায়েজ। কার কি আছে বা নাই, কার কি হইছে আর কি হয় নাই এসবই তো বন্ধুত্বের আড্ডার গরম আলোচ্য বিষয়। কিন্তু দুঃখজনক ভাবে সেই বন্ধুত্বের আড্ডাটা আজ ফেসবুকে উঠে এসেছে। হুটহাট গজিয়েছে হরেক রকম পেজ আর সবচেয়ে পরিচিত আড্ডা সেখানে “মেনশন হপে”।
দেখা গেলো মোটা কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে, কালো কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে। কার বাসর ঘরে কী হবে , কার টয়লেটে কী হবে এগুলাই সেখানের আলোচনার ব্যাপার।
বর্ণবাদি মানুষের সংখ্যা বেশি হবে সেটা অনুমেয়। কিন্তু বাংলায় সেটা মহামারী আকারে বেশি। কষ্ট হয় আমাদের শিক্ষিত সমাজে সেটা আরো বেশি। কালো , মোটা , খাটো এখানে সৌন্দর্যের মাপকাটি। স্কেলে এই তিনটার মান যত কম হবে সে তত বেশি সুন্দর। আরো কষ্টের ব্যাপার মজা করার প্রধান আলোচ্য বিষয়ও এই তিনটা। সরাসরি প্রকাশ্যে মেনশন করে বুঝিয়ে দেয়া হচ্ছে এই তিন বৈশিষ্ট্য যুক্ত মানুষ বিয়ের যোগ্য নয়। এই তিন ধরনের মানুষকে নিয়ে যে কেউ মজা করতে পারে। আরো মজার বিষয় এই তিন বিভাগের মানুষ যদি মেয়ে হয় তবে আমাদের ফেসবুক সমাজকে আটকায় কে।
সহজ ব্যাপার, বন্ধুত্ব আলোচনা তো আর সর্বসাধারণের জানার কথা না। কিন্তু এখন জানছে। ফেসবুক বন্ধুতালিকা শুধু একটা তালিকা নয়, একটা সমাজ। এখানে আছে ছোট , বড় , সমবয়সী থেকে শুরু করে শিক্ষক, বাবা মা সবাই। যেমনটা আমরা সমাজে থাকি। সমাজে যেমন আমরা খাটো, কালো , ধলা, লম্বা একসাথে থাকি ফেসবুকেও তেমন সবাই। এভাবে সস্তা পেজের সস্তা ফাজলামোতে মাতামাতি করে আমরা কতটা সস্তায় পরিণত হচ্ছি সেটা সহজে বোঝা যায়।
এভাবে নিজেকে সস্তা প্রমাণ না করি। সকল রঙের,আকারের, দৈর্ঘের মানুষ যে মানষ এই বোধটা জাগ্রত করি। আর সস্তা মজায় যোগ দেওয়ার আগে যাচাই করে নেই যে মজাটা সর্বসাধারণ দেখছে কিনা।
বর্ণবাদি মানুষের সংখ্যা বেশি হবে সেটা অনুমেয়। কিন্তু বাংলায় সেটা মহামারী আকারে বেশি। কষ্ট হয় আমাদের শিক্ষিত সমাজে সেটা আরো বেশি। কালো , মোটা , খাটো এখানে সৌন্দর্যের মাপকাটি। স্কেলে এই তিনটার মান যত কম হবে সে তত বেশি সুন্দর। আরো কষ্টের ব্যাপার মজা করার প্রধান আলোচ্য বিষয়ও এই তিনটা। সরাসরি প্রকাশ্যে মেনশন করে বুঝিয়ে দেয়া হচ্ছে এই তিন বৈশিষ্ট্য যুক্ত মানুষ বিয়ের যোগ্য নয়। এই তিন ধরনের মানুষকে নিয়ে যে কেউ মজা করতে পারে। আরো মজার বিষয় এই তিন বিভাগের মানুষ যদি মেয়ে হয় তবে আমাদের ফেসবুক সমাজকে আটকায় কে।
সহজ ব্যাপার, বন্ধুত্ব আলোচনা তো আর সর্বসাধারণের জানার কথা না। কিন্তু এখন জানছে। ফেসবুক বন্ধুতালিকা শুধু একটা তালিকা নয়, একটা সমাজ। এখানে আছে ছোট , বড় , সমবয়সী থেকে শুরু করে শিক্ষক, বাবা মা সবাই। যেমনটা আমরা সমাজে থাকি। সমাজে যেমন আমরা খাটো, কালো , ধলা, লম্বা একসাথে থাকি ফেসবুকেও তেমন সবাই। এভাবে সস্তা পেজের সস্তা ফাজলামোতে মাতামাতি করে আমরা কতটা সস্তায় পরিণত হচ্ছি সেটা সহজে বোঝা যায়।
এভাবে নিজেকে সস্তা প্রমাণ না করি। সকল রঙের,আকারের, দৈর্ঘের মানুষ যে মানষ এই বোধটা জাগ্রত করি। আর সস্তা মজায় যোগ দেওয়ার আগে যাচাই করে নেই যে মজাটা সর্বসাধারণ দেখছে কিনা।
No comments:
Post a Comment