Thursday, February 15, 2018

বিরক্তিকর উপস্থাপক

একটা টক শো দেখছিলাম। আমার প্রিয় একজন ব্যক্তি টক শোতে অতিথি হিসেবে আছে। তার বক্তব্য শোনার জন্য বসে থাকা। কিন্তু কীসের কী, অতিথিরা কথা বলবে , উপস্থাপক নিজেকে হনু প্রমাণ করার জন্য উঠে পরে লেগেছে। তারা বলে একটা কথা উপস্থাপক বলে ৫০ টা।
এ কেমন কথা বাহে! তোমার টিভি, তোমার অনুষ্ঠান। তুমি তো নিয়মিত কথা বলই। অতিথিদের একটু বলতে দাও। আর অনুষ্ঠানের বিজ্ঞাপনের সময় তো তোমার নাম থাকে না। থাকে অতিথিদের নাম।
কিছু উদাহরণঃ

অতিথিঃ কিছুদিন আগে আমি মিনিস্টার সাহেবের সাথে কথা বলেছি, যেন সেনিটারি ন্যাপকিনের উপর ট্যাক্স বন্ধ করে দেয়।
উপস্থাপকঃ আপনি মিনিস্টারের সাথে দেখা করেছেন????
আরে বাবা উনি যদি দেখাই না করেন , তবে কীভাবে বললেন কথাটা। তারপরো এই অতিরিক্ত প্রশ্ন কেন?
আরো আছে।
অতিথিঃ আমার স্ত্রী আমাকে ডিভোর্স নোটিশ পাটিয়েছিলো।
উপস্থাপকঃ আপনি মিথ্যা বলছেন।
আরে বাবা , তিনি মিথ্যা বলছেন কিনা সেটা আপনি জানলেন কীভাবে?
আমি এমন অনেক উপস্থাপক দেখেছি টিভিতে , তারা অনেক নিচু থেকে যারা
উপরে উঠেছে তাদের সাথে কেমন ভাবে কথা বলে। মনে হয় তিনিই সবচেয়ে সভ্য আর বাদ বাকিরা গেঁয়ো ভূত।
আসলে একটা অনুষ্ঠান সুন্দর হয় উপস্থাপকের কারণে। কিন্তু তার এমন অসভ্য , অসংলগ্ন প্রশ্ন পুরো অনুষ্ঠানটাকে মাটি করে দেয়। বিরক্তিকর করে দেয়।

No comments:

Post a Comment

Recent Post