Thursday, December 27, 2018

Windows Can't be Installed on Drive 0 Partition 4(Solved for HP Laptop)

I was in deep trouble while setup windows 10 on my HP Laptop. I searched and searched google but find no solution. Lastly I discovered that the issue is inside the boot difference between MBR(Master Boot Record) and GTP(GUID Partition Table).
MBR for BIOS(Legacy) boot mode and GTP for UEFI boot mode.
So I need to bootable my pendrive in MBR mode. So that It can install windows with support Legacy boot mode.
I download Rufus and bootable my pendrive. The settings are given below:

  1. Open Rufus
  2. From 'Boot Selection' 'Select' your ISO file
  3. Partition scheme change to MBR mode
  4. File System change to NTFS
  5. START
That's it. 

Photo Credit: Rufus
Then I insert the pendrive in my HP laptop and restart my laptop and press F9(Boot Device Option)
I select USB Device Flash Drive (Not UEFI mode) and Press Enter. 
Vowla!!! My windows installation problem has gone. 


Thursday, December 20, 2018

Saturday, December 8, 2018

শয়তান তেল

বাঙালির তেলের ব্যাবসা সবসময়ই রমরমা চলে। সবকিছুই ঠিকঠাক আছে কেন জানি মধ্যপ্রাচ্যের মত হয়ে উঠা হয় না সেটাই বুঝে আসে না। 
তেলের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত কোন ঝুট ঝামেলা নাই। অন্যান্য দেশের মত ভেজাল যুক্ত তেল উৎপাদন বাঙালি করে না। একেবারে খাঁটি, শুদ্ধু তেল। 
তেলের রকম ফের আছে অবশ্য। কয়েকটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। রাজনৈতিক তেল, নৈতিক তেল, ভাই-ব্রাদার তেল, শ্রদ্ধেয় তেল, শয়তান তেল ইত্যাদি।
শয়তান তেল নিয়ে একটু আলোচনা করা যেতে পারে(যেহেতু অন্যান্য তেল নিয়ে মানুষের বিস্তর ধারণা আছে তাই সেগুলো বাদ)।
এই তেলের উৎপাদন হয় কোথাও নতুন যুক্ত হওয়া মানুষ প্রজাতি থেকে। এই প্রজাতি কোথাও নতুন আসলে প্রথমে কোথায় তেল উৎপাদন করতে হবে, কোথায় তেল মারতে হবে বুঝতে পারে না। ফলে সামনে যাকে পায় তাকেই তেল মারতে থাকে। কিন্তু কিছুদিন পর যখন বুঝতে পারে যে যাদের এতদিন তেল মেরে এসেছে তারা তেমন বিখ্যাত/কুখ্যাত নয় তখন তাদের আছাড় মেরে যারা বিখ্যাত/কুখ্যাত/পরিচিত বেশি তাদের তেল মারা শুরু করে।
এদিকে এতদিন তেল খাওয়া অল্প পরিচিত জনগণ ভোগে তেল হীনতায়। শরীরের অবস্থা কাহিল হয় যখন দেখে তেল উৎপাদন প্রজাতি তারই সুহৃদ / কাছের মানুষদের বিখ্যাত ভেবে তেল মারছে।
শেষে অবশ্য গ্যাস্ট্রিকের একটা কড়া ঢেঁকুর তুলে বলে," ঐ তেলে কোলেস্টেরল বেশি ছিলো, গেছে ভালোই হয়েছে"

Friday, December 7, 2018

'রক্তিম আভা'


দিগন্তের ঠিক কাছাকাছি, 
যখন হারিয়ে ফেলেছিলাম খেই, 
অন্ধকারে ঢেকে যাচ্ছিলো আমার জীবন, 
ঠিক তখনি রক্তাক্ত লাল আলোয় তোমার আবির্ভাব।

দিগন্তের ঠিক শেষে,
যখন ফিরে পেলাম আশা,
নতুন আলোয় উজ্জীবিত হলো মন,
ঠিক তখনি অন্ধকারে তোমার তিরোভাব।

Friday, November 16, 2018

ভিক্টিম ব্লেমিং

আক্রান্তকে প্রথমে সন্দেহ ও পরে দোষারোপ করা বাঙালির শ্রেষ্ঠ অভ্যাস।
একজন আক্রান্ত ব্যক্তি যতটা অসহায় অবস্থায় থাকে আক্রান্ত অবস্থার পর তার চেয়ে বেশি অসহায় হয় যখন আশেপাশের মানুষ তাকে সহানুভূতির পরিবর্তে সন্দেহ ও দোষারোপ করা শুরু করে।
কিছু বর্বর মানুষ এই 'ভিক্টিম ব্লেমিং' করবে সেটা হতেই পারে কিন্তু শিক্ষিত, অনেক উচু দরের মানুষ, যিনি সবসময় সমাজ, সংস্কৃতি নিয়ে কথা বলেন, প্রগতির কথা বলেন তিনি যখন এই ভিক্টিম ব্লেমিং করেন তখন প্রচণ্ড অসহায় লাগে। বার বার মনে প্রশ্ন ওঠে আমরা কী এতই বোকা। মানুষ চিনতে আমরা এত ভুল করি কেন!
একজন শারীরিক লাঞ্চনার শিকার নারীকে উদ্দেশ্য করে একজন বিজ্ঞ, শ্রদ্ধেয় ব্যক্তি লিখেছেন "আপনি নিশ্চিত কিছুটা হলেও তার সংগ এনজয় করেছেন...'সব জেনেও গিয়েছেন...."
কীভাবে সম্ভব!!!!
ভেবেছি এখনো কিছু ভালো মানুষ, ভালো শিক্ষক আছেন। যারা প্রতি নিয়ত প্রচলিত ধারার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।
কিন্তু এখন বুঝতে পারছি নিশাচর প্রাণী আলোতে আসল চেহারা লুকিয়ে রাখে আর অন্ধকার হলেই তা দেখাতে কার্পণ্য করে না।

Tuesday, September 4, 2018

বিশ্বাস

আমার মতে বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম বিষয়। এই বিশ্বাস আবার ধর্মীয় কিংবা অন্য কোন কিছুতে বিশ্বাস নয়। এই বিশ্বাস হলো মানুষের প্রতি বিশ্বাস। যদিও মর্যাদার দিক দিয়ে মানুষ তেমন বিশ্বস্থ প্রাণী নয় কিন্তু যে মানুষটি অন্য আরেকটি মানুষকে বিশ্বাস করে, তার প্রতি নির্ভর করে সেই মানুষটি থাকে একেবারে শুদ্ধ, সরল। 
মস্তিষ্কের পরম প্রশান্তি অনুভূত হয়, যে আমি যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না। 
কিন্তু একি! যুগে যুগে মানুষ নামক এই নিকৃষ্ট প্রাণীটি বিশ্বাস ভঙ্গ করেছে। পরম বন্ধুকেও নিজের সামান্য স্বার্থের কারণে ছুড়ে ফেলে দিয়েছে গর্তে। ইতিহাসে তার ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে। 
বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়েছিলো মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। জুলিয়াস সিজারের পতন হয়েছিলো ব্রুটাসের বিশ্বাসঘাতকতার কারণে। 
বিশ্বাস ভঙ্গের যে আঘাত সেই বিশ্বাসকারী সরল(বিশ্বাস) মানুষ পায় তার সঙ্গে তুলনা করার মত বিষয় এই পৃথিবীতে নেই। শুধু বলা চলে বিশ্বাস নষ্ট হলে পৃথিবীর প্রতি তার একটা নোংরা মনোভাব তৈরি হয়। মানুষ নামক প্রাণীটির প্রতি তার শ্লেষ, আক্ষেপ জমতে থাকে।সমাজের সাধারণ নিয়মে এসব নিয়ে হয়তো বেঁচে থাকে শেষে কিন্তু বিশ্বাস নামক শব্দটা তার অবিধান থেকে হারিয়ে যায়। 


Sunday, September 2, 2018

Delusions of Grandeur

Downloaded From wikimedia commons


'Delusions of Grandeur'-বাংলা করলে দাঁড়ায়ঃ 'যা নয় নিজেকে তাই ভাবা'। এক প্রকার রোগ আরকি। এই রোগে ভুগতে মজা আছে, কিন্তু সমস্যা হলো রোগে ভুগতে ভুগতে নিজের যতটুকু আছে সেটুকু হারিয়ে ফেলা।
যেমনঃ বিড়াল নিজেকে বাঘ মনে করে আত্মতৃপ্তি পেতে পারে কিন্তু সার্বক্ষনিক বাঘ ভাবতে ভাবতে এক সময় তার বিড়াল পরিচয়টুকু বিলুপ্ত হতে পারে। আবার সে বাঘও নয়। তাহলে মাঝামাঝি একটা জায়গায় গিয়ে যখন সম্বিত ফিরে পায় তখন না সে বাঘ না সে বিড়াল। হতাশায় বিপর্যস্থ হওয়া ছাড়া উপায় থাকে না।

Friday, August 17, 2018

Making a 360 video in Blender 3D and upload it on youtube


It’s really fun and easy to make a 360 video in blender and upload it in youtube.
You just need to follow some steps to do that.
  1. Make any animation on blender Cycles render. (I assume you know blender very well)
  2. Put the camera middle of the scene and keep it selected.
  3. In editor panel click the camera icon and keep the settings as below image.
4. That’s it. and go to render settings and keep the settings as below image
Here frame range will be your frame range and also about the resolution.
5. Just render it and keep the output file inside a folder.
6. Now download the metadata injector from this link . As I am windows user I have downloaded the windows version.
7. Open the metadata injector and select the video you made. Keep the settings as Spherical and save it.
8. Now upload it on youtube and wait for confirmation. Youtube will take sometimes for processing.
That’s all. Thanks for reading and being with me.

Thursday, August 9, 2018

ক্লান্ত শরীর

রক্তস্নাত শরীর আজ ক্লান্ত।
গভীর ঘুমের আবিরতা চোখ বুজিয়ে আনে।
আর যুদ্ধ নয়, নয় কোন দ্বন্দ্ব।
খুঁজে নিতে চাই জীবনে আসল মানে। 

Monday, August 6, 2018

Blender Design 08

Click to see full size

Thursday, August 2, 2018

ত্রিমাত্রিক জগতে চিন্তার স্বাধীনতা

বলা হয়ে থাকে মানুষ প্রজাতির পৃথিবীতে রাজ করার পিছনে যে প্রভাবক প্রধান কাজ করে তা হলো চিন্তা শক্তি। চিন্তা শক্তির মাধ্যমে মানুষ যা করতে পারে তা অন্য কোন প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। চিন্তা শক্তির একটি ধারা হলো কলা(আর্ট)। মানুষ তার চিন্তা শক্তির মাধ্যমে এমন সব কল্পনাকে বাস্তব রুপ দিতে পারে যা আসলে বাস্তব জগতেই নেই। মানুষ মাটি নিয়ে সেটাকে তার চিন্তাশক্তি দিয়ে বানিয়ে ফেলতে পারে অবাস্তব কোন মূর্তি। কিংবা রং তুলি নিয়ে আঁকতে পারে অজানা/অদেখা কোন শহর,প্রাণী কিংবা পরিবেশের ছবি।

Wednesday, July 25, 2018

চুম্বন শক্তি

রুগ্ন, ভগ্ন, নগ্ন সমাজে সুন্দর সে তো বেমানান
আবর্জনা ভর্তি সে যে, পুষ্প সেথায় ক্ষীয়মাণ।
নরক পিণ্ড, নোংরা কর্ম বৈধ হেথা সর্বদা,
এক চুম্বনে জাগলো যে তার আদিপুরুষের যৌনতা।
যত্রতত্র পেশাব করা নয়তো হেথা নোংরামো,
ঘুষ, দুর্নীতি, চোরাকারবারি যা আমাদের নিত্যকর্ম।
কতশত সব অন্যায় অবিচার, নেইতো কারো প্রতিবাদ,
প্রতিবাদের ঝড় উঠে যায় যদি হয় চুম্বনের আবির্ভাব।
পাগল-ছাগল লেখতে থাকে শত শত স্টাটেস,
এক চুম্বনেই কেঁপে উঠে  মাতৃভূমি বাংলাদেশ।

Monday, June 11, 2018

How I am using my symphony roar e80 as emulator

I have an android phone called symphony android mobile. I have tried many ways to use this phone as emulator. But failed.
Finally I have solved my problem.
Here is the step I used:

  1. First I connect my android phone as usb on my computer and turn on usb debugging.
  2. Then I go to computer>manage>device manager>other devices
  3. There I saw my android phone is looking un-usable. 
  4. So, I download the driver from internet.
    Download Link: https://gsmusbdriver.com/symphony-e80
  5. Now I unzip this file on my desktop. 
  6. Then again I go to computer>manage>device manager>other devices
    Click one by one and doing the same work for all the un-usable version of my device.
    work: first right click on android adb interface>update driver software>browse my computer for software>Let me pick from a list from my device>android device>have disk>browse>android win_usb.inf>>install
  7. I have done the same work for all the version of my devices and now my works as emulator.

Friday, June 8, 2018

How to run java code on command prompt on windows 7

To run java code on windows 7 CMD, please follow the steps bellow

  1. First go to you local directory and copy the java bin directory
    Here is my java bin directory. You may have different according to your JDK version
    C:\Program Files\Java\jdk1.7.0_40\bin
  2. Then open you cmd or command prompt and write the following line then paste the directoryC:\\>set path="C:\Program Files\Java\jdk1.7.0_40\bin" and press enter.
    You will successfully set up the path.
  3. Now open you notepad and write a simple java code and save it as Hello.java and save on your Desktop.
  4. Then again goto cmd and locate you directory where you save the file. As I saved my Hello.java on Desktop so I can change my directory by following command.
    C:\\>cd Desktop
    and Then write the following command and press enter to compile your java file
    C:\\Desktop>javac Hello.java
    If your java code have no error it will compile fine otherwise it will show error messages.
    Then to run the code write the following command and press enter.
    C:\\Desktop>java Hello

Wednesday, June 6, 2018

বাবুর কষ্ট


সুপ্ত, গুপ্ত কত কথা , বাবুর মনে মনে,

বলবে বলে শত বাক্য, তাকায় ক্ষণে ক্ষণে।
উপর থেকে ভালোবাসা, পড়ে নাকো হায়,
সেই দুঃখে বাবুর কষ্ট দেখা নাহি যায়।
ভালোবাসা নয়তো যে ফল পড়বে টপাস করে,
বাবু আমার বুঝতো পারলে অন্তিম কালে এসে।
হাঁপাস, হাপুস করে কী আর লাভ সেখানে হয়,
আকাশ পানে তাকিয়ে বাবুর চোখের জল বয়।


Monday, May 21, 2018

বাধা

'সিক্ত হয়েছি যে আঁখি জলে,

রিক্ত হতে তাতে ক্ষতি কিসের?

রুক্ষ করেছে যে তীক্ষ্ণ রোদ,

চৌচির হতে তবে বাধা কীসের?

স্বপ্ন দেখে রত্ন খুঁজে করেছি যা নষ্ট,
ছুড়ে দিতে তবে অজানা পথের বাধা কীসের?


Sunday, May 13, 2018

'You deserve better'

She said,"I like you."
I said,"You deserve better."
She said,"I love you."
I said,"You deserve better."
She said,"I want to be with you."
I said,"You deserve better."
She said,"I am leaving and will never come back."
I said,"You deserve better."
She said,"................"
You all know what I said. What will you do when moon from sky come to you and say all above lines?
I think you definitely say,"You deserve better."
This one cursed sentence "You deserve better." will never let you live happily. Because you always say, "You deserve better."

Monday, April 16, 2018

'অবাঞ্ছিত'

চিত্র থেকে অর্ধেক কাটা পড়া, 
একা দাঁড়িয়ে থাকা চরিত্রটি 
আজকে আফসোসের হিসাব কষতে বসেছে।
আকাশের দিকে তাকিয়ে যোগ, বিয়োগ, গুন, ভাগ আরো কত কী। 
শেষে মিলিয়ন বিলিয়নে গিয়ে আর হিসাব মেলাতে পারলো না। নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করে বিদায় নিতে চাইলো চিত্র থেকে।

Friday, March 30, 2018

শত বছরের সুখ

ছোট্ট সে যে ছবির মতন
সবুজ শস্যের মেলা,
পথগুলো তার নরম যেন 
হাটি সারাবেলা।
চারদিকে তার মাঠ আর মাঠ
মধ্যখানে গ্রাম,
সুশ্রী , সুন্দর গ্রামখানা মোর 
পশ্চিম গিলাবাড়ি নাম।
শান্ত স্বভাব, শব্দ শুধু
পাখির কলতান,
হঠাত কী যে হলো
পড়লো সুতোয় টান।
একের পর এক বিশ্রী কর্মে
ঢাকলো তার মুখ,
গ্রামখানা মোর হারিয়ে ফেললো
শত বছরের সুখ।

Saturday, March 24, 2018

ফেসবুক তথ্যের মুড়ি ঘণ্ট

ফেসবুক আমার সম্পর্কে কী কী জানে?
উত্তরঃ আমার নাম, আমার জন্ম তারিখ, আমার লিঙ্গ, আমার পছন্দ, আমার ভাষা, আমার ধর্ম, আমার রাজনৈতিক অবস্থান, আমার মোবাইল নাম্বার, আমার ইমেইল, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমার কর্মক্ষেত্রের বিবরণ, আমার বৈবাহিক অবস্থা, আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা, আমার ওয়েবসাইটের ঠিকানা, আমার সামাজিক যোগাযোগের ঠিকানা, আমি কখন কী করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কী দেখছি, কী খেতে পছন্দ করি, অবসরে কী করতে পছন্দ করি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

Blender Design 07

For my friend Prodip
Design Engine: Blender Cycles

Prodip's Reading Room

Tuesday, March 13, 2018

Blender Design_06

Design Engine: Blender
Render Engine: Blender Cycles

Monday, March 12, 2018

বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স(বুক রিভিউ)

অসাধারণ। এর চেয়ে বেশি বলা কম হয়ে যাবে। এই জন্যেই জাফর ইকবাল স্যারকে এত এত ভালোবাসি। গল্পের মত বিজ্ঞান একেবারে মস্তিষ্কের গভীরে প্রবেশ করিয়ে দেন। 
গল্পের মত করে এই মহাবিশ্বের উৎপত্তি থেকে কীভাবে আধুনিক মানুষের উৎপত্তি হলো বুঝিয়ে গেলেন অবলীলায়।
অনেক কিছু জানতে পারলাম বইটি পড়ে। সবচেয়ে বড় যে উপকার হলো , আগে কেউ জিজ্ঞেস করলে পৃথিবীর উৎপত্তি কিংবা প্রাণের উৎপত্তি কিংবা মহাবিশ্বের উৎপত্তি এগুলো বলতে গুলিয়ে যেত। কিন্তু এখন হবে না। স্যার এত সুন্দর করে মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে তা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। 
ধন্যবাদ স্যার। ভালো থাকুন। বেঁচে থাকুন আরো অনেক দিন। 
বইটির রকমারি লিংকঃ https://goo.gl/JpqmJE

Wednesday, February 28, 2018

সস্তা মজার সস্তা বাজার

মজা ছাড়া বন্ধুত্ব হয় নাকি! বন্ধুদের আসরে সব ধরনের শব্দ জায়েজ। কার কি আছে বা নাই, কার কি হইছে আর কি হয় নাই এসবই তো বন্ধুত্বের আড্ডার গরম আলোচ্য বিষয়। কিন্তু দুঃখজনক ভাবে সেই বন্ধুত্বের আড্ডাটা আজ ফেসবুকে উঠে এসেছে। হুটহাট গজিয়েছে হরেক রকম পেজ আর সবচেয়ে পরিচিত আড্ডা সেখানে “মেনশন হপে”।
দেখা গেলো মোটা কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে, কালো কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে। কার বাসর ঘরে কী হবে , কার টয়লেটে কী হবে এগুলাই সেখানের আলোচনার ব্যাপার।

Monday, February 19, 2018

নিজেকে চেনা

ক্যাপশন দেখে মানুষ হাসবে। ভাববে নিজেকে চেনা, এটা আবার কেমন কথা! কিন্তু সত্যি বলতে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি এক কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়, আমি কে, আমি কেমন , আমি কী চাই?
দূর্ভাগ্যের বিষয় এখনো এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়া হলো না। অন্যকে চেনা আমার কাছে সোজাই মনে হয়, কিন্তু নিজেকে চেনা ও যে জটিল থেকে জটিলতর।

Blender Design_05(Executive Chair)

Sunday, February 18, 2018

ভালোবাসার সত্যকাহন

"আমি তোমাকে ভালোবাসি" - এই সাধারণ কথাটাই এখনো তাকে বলতে পারিনি। পারিনি তাকে লেখতে। কারণ তার চোখে মুখে আমি আমার প্রতি তার ভালোবাসার কোন ছায়া দেখতে পাইনি। 'না' উত্তর যেখানে অনুমেয় সেখানে শুধু শুধু নিজেকে পরখ করে নেওয়ার কিছু নেই বলে আমার মনে হয়েছে।

কিন্তু আমি তাকে ভালোবাসি। তার আনন্দে আমি আনন্দিত হই, তার কষ্টে আমি কষ্ট পাই। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। যদিও মাঝে মাঝে আক্ষেপে নিজের মানসিক বিকার তৈরি হয় , কিন্তু আমি তাকে ভালোবাসি।

Thursday, February 15, 2018

বিরক্তিকর উপস্থাপক

একটা টক শো দেখছিলাম। আমার প্রিয় একজন ব্যক্তি টক শোতে অতিথি হিসেবে আছে। তার বক্তব্য শোনার জন্য বসে থাকা। কিন্তু কীসের কী, অতিথিরা কথা বলবে , উপস্থাপক নিজেকে হনু প্রমাণ করার জন্য উঠে পরে লেগেছে। তারা বলে একটা কথা উপস্থাপক বলে ৫০ টা।
এ কেমন কথা বাহে! তোমার টিভি, তোমার অনুষ্ঠান। তুমি তো নিয়মিত কথা বলই। অতিথিদের একটু বলতে দাও। আর অনুষ্ঠানের বিজ্ঞাপনের সময় তো তোমার নাম থাকে না। থাকে অতিথিদের নাম।
কিছু উদাহরণঃ

Wednesday, February 7, 2018

Innocent(সরল গ্যাদা)

অধিকাংশ মানুষ সরল মানুষকে তাদের প্রধান লক্ষ্য করে ঠকানোর জন্য। তাদের ধারণা সরল মানুষ মানে বোকা। যদিও সরল মানুষের অনেক আচরণ বোকার মতই মনে হয়। তারা তাদের বন্ধু, বান্ধব এমনকি অপরিচিত মানুষের খুব সাধারণ অভিনয়ও বুঝতে পারে না। উঠে পরে লাগে তাদের সাহায্য করার জন্য। কিন্তু দুই একজন সরল বোকার জন্য তো আর পুরা সরল গোষ্ঠী বোকা হতে পারে না। হয়তো তারা তাদের আচরণগত দিক দিয়ে কাউকে আঘাত করতে চায় না, হয়ত তারা চায়না কেউ কষ্ট পাক, হয়তো তারা চায় না তাদের না উত্তর শুনে কেউ যেন মন খারাপ না করে।

Wednesday, January 24, 2018

নষ্ট আমি

নষ্ট পৃথিবী, নষ্ট আমি 
প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে চলেছি
আমার থাবা আর ভয়ংকর নখগুলি

অসহায় হই তখন, চারিদিকে দেখি যখন
ভদ্রবেশে ভদ্র মানুষ আঁচড় কাটে 
রক্তাক্ত করে হিংস্ররুপে 
চারিদিকে সাড়া পড়ে, তারা ভদ্র মানুষ বটে

ভদ্রই তো , ভেবে ঠকেছি 
নষ্ট এই আমি।

Friday, January 12, 2018

ভোলার আত্মতৃপ্তি

কী যেন একটা প্রবাদ আছে না, ' নিজের খেয়ে বনের মোষ তাড়ানো'
বনের মোষ তাড়ানো হিত কাজ, কিন্তু এর প্রতিক্রিয়া যে হিত হবে তা আশা করা বোকামির নামান্তর।
যেমন ধরুন, ভোলা প্রতিদিন রাস্তায় যাওয়ার সময় অন্যের শুকাতে দেয়া ধানে যদি হাঁস মুরগী দেখে , তবে নিজেকে আর নিয়ন্ত্রন করতে পারে না। অন্যের ধানের হাঁস মুরগী তাকে তাড়াতে হবে।


আবার ধরুন ভোলা অনেক মানুষের সাথে বসে আছে, হঠাত করে দেখলো কারো গালে মশা বসে আছে। ব্যাস। তাকে মশা মারতে হবে।

Monday, January 1, 2018

অবহেলিত ভক্তকুল

'কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী– কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥'
তীব্র আক্ষেপে জীবন পার করতে কার ভালো লাগে! প্রতিদিন যে দেবীর চরণে প্রস্ফুটিত ফুল ছিটিয়ে দেই, সেই দেবীর অবহেলা ছাড়া আনুগ্রহ পাবার আশা ক্ষীণ। শুধু শুধু সদ্য প্রস্ফুটিত ফুলের অপচয় বই তো আর কিছু পাবার আশা নেই। আধুনিক দেবী দেখেশুনে পুজো নেয়। যাকে ভালো লাগে, সুন্দর শৌর্যধারী যে, দেবী তার মন্ত্র মুগ্ধ হয়ে শুনে, তার পুজোর জন্য তীব্র হৃদয়ে অপেক্ষা করে।বাদ বাকি ভক্তরা আনুগ্রহের ছিটেফোটাও খুঁজতে গিয়ে চোখে সরষের ফুল দেখে। দেবীর চিন্তাও ঠিক আছে। কর্কশ, তীক্ষ্ণ কণ্ঠ দেবী শুনবে কেন, বন্য পশুর গায়ের গন্ধ দেবী শুকবে কেন, বিশ্রি মুখ দেবী দর্শন করবে কেন?
অবহেলিত ভক্তকুলের উচিত দেবীকে বিরক্ত না করা।

Recent Post